সুখ পাখি

-ভদ্রাবতী বিশ্বাস

♦♦♦♦♦♦♦♦

সুখ পাখিটা দ্রুত ওড়ে

ধরতে লাগে বুদ্ধি,

তার সাথে পারা কঠিন

আছেকি আমার সাধ্যি ?

তবুও থাকি আশায় আশায়

একদিন ওকে ধরবো,

পিজ্ঞিরাতে বেঁধে রেখে

পোষ মানিয়ে ফেলবো।

সুখ পাখিটা ধরতে গিয়ে

খেলাম জোর হোঁচট,

অনেক কষ্টে ধরে আমি

হলেম উলোট পালোট।

আদর করে শিখাব কথা

আস্তে আস্তে বলবে,

প্রতিদিন দেব পছন্দের খাবার

ঠিকই মন জুড়াবে।

সুখ পাখিটা থাকলে কাছে

কতনা শান্তি পাই,

মনের অভাব দুর হয়

বিভরে সময় কাটাই।

চাহিদার বাজার শেষ হলে

দেব ওকে ছেড়ে,

সাতসমুদুর তের নদী ঘুরে

ফিরবে আমার ক্রোড়ে।

ওকে নিয়ে আপন মনে

কাটাবো বাকী জীবন,

পাখির পরশে মনের হরষে

ভরবে সুখে ভুবন।

♦♦♦♦♦♦♦♦

কবি পরিচিতি—

ভদ্রাবতী বিশ্বাস। জন্ম-১৯৬৫ সালে যশোর জেলার মনিরাম পুরের মনোহর পুর ।পিতা- ধীরেন্দ্রনাথ বিশ্বাস। মাতা -নীলিমা রানী বিশ্বাস। ১৯৮৮সালেরাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এম এস সি পাশ করে কেশবপুর মহিলা কলেজে সহকারী অধ্যাপক হিসাবে কর্মরত আছি ।কবিতা পড়ি লিখি।লেখালেখি করতে ভালবাসি।

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*