নির্জন পথ,
নিরীহ নারী,
নিমর্ম দৃষ্টি.
হঠাত আর্তনাদ…
বিক্রি বাড়ে মোমবাতির !
কিংবা
ব্যস্ত রাস্তা,
একলা নারী,
বাকা দৃষ্টি,
একটু প্রতিবাদ …
জাত গেল – দেশ ও জাতির !
সকল ঘটনা প্রায় একই
খালি জীবিত চোখে মৃত দেখি !
খালেদ মাহমুদ খান
১৭/০৯/২০২১