আমার দেশ
-আব্দুল হামিদ সরকার
◊◊◊◊◊◊◊◊◊
টগর, বেলী, শেফালিকার দেশ,
সে আমারই বাংলাদেশ।
খালে বিলে লতানো ঘাস,
কচুরী ফুলের প্রাণের শ্বাস।
গাঁয়ের বধুর লম্বাটে কেশ,
সে আমারই বাংলাদেশ।
ফড়িং উড়ে বালু চরে,
মাছরাঙা পাখা ঝাপটায় বেশ,
সে আমারই বাংলাদেশ।
দীঘির জলে হাসের দলে
পা বেয়ে চলছে বেশ,
সে আমারই বাংলাদেশ।
◊◊◊◊◊◊◊◊◊
কবি পরিচিতি:-
জন্ম:- কবি আব্দুল হামিদ সরকারের জন্ম সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলাধীন ঐতিহ্যবাহী দেলুয়া গ্রামে,পহেলা ডিসেম্বর ১৯৭৩ সালে। পিতা মৃত আফতাব উদ্দিন সরকার ও মাতা মৃত মোাছাঃ হামিদা খাতুন। নব্বইয়ের দশকে এই কবির জন্মস্থান দেলুয়া গ্রাম রাক্ষসী যমুনার গর্ভে বিলীন হবার পর, বেলকুচি, সিরাজগঞ্জের সেন ভাঙ্গাবাড়ি গ্রামে স্থায়ীভাবে বসবাস শুরু করেন।
সাহিত্য চর্চা:- তিনি একাধারে কবি, প্রাবন্ধিক উপন্যাসিক। তিনি অসংখ্য কবিতা ও ছড়া রচনা করেছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সবুজ মতিহার ক্যাম্পাস ও রেল স্টেশনে বসে তিনি অধিকাংশ কবিতা/ছড়া রচনা করেছেন। এছাড়া হুরাসাগর নদীর উঠানের প্রতিবেশী গ্রাম ঐতিহ্যবাহী সেন ভাঙ্গাবাড়ী গ্রামের সরষে ক্ষেতের আইল পথে ও বাড়ির পিছনে বয়ে যাওয়া আঁকা-বাঁকা খাল-বিলের শিয়রে বসে কবিতা/উপন্যাস রচনা করেছেন।