লিখেছেন : আবুল হাসমত আলী
রাজামশাই ভীষণ ভালো কষায় ,
সর্বদা আধমরাদের গুনোগান গায় ,
কিন্তু বাস্তবে সে তার বিরুদ্ধে যায় ,
আধমরাদের কেবলই সর্বনাশ চায় ।
বলি যদি আধমরাদের মারতে চাইবে ?
তাহলে কারা তোমায় রাজা বানাবে ?
তোমার জয়ধ্বনিতে কারা মাতবে ?
মারবে যদি মরবে তবে ডিগবাজিতে ।
তাহলে আধমরাদের হাতে পাত্র দাও __
যাও পাত্র নিয়ে তোমরা ভিক্ষা চাও ,
ভিক্ষে করে খাও, রাজার সাফাই গাও,
না পারো তো প্রতিবাদে জেলে যাও ।
কি বলিস ! তোদের কিনা_ কর্ম চায় ?
তাহলে আয় তোরা আমার ছত্রছায়ায় ,
সর্বদা যেন আমার জয়ধ্বনী শুনতে পাই ,
আর যখন যা ছড়াবো , আয় খাবি তাই ।
কিন্তু তোরা নির্বোধরা এই জন্য গর্ব কর ,
তোরা যত সব সিংহ রাজার বংশধর ,
তোরা সিংহ রাজার দেখাশোনা কর , কি আনন্দ আকাশে বাতাসে’, গান ধর ।
অন্যথায় তোরা হল্লা কর, বোতল খা ,
বোতল খেয়ে তোরা হবি অশ্লীল ও নোংরা ,
জনগণের কাছে লাথি কিংবা বাড়ি খা ,
বাঁচতে চাইলে আমার কাছে নতজানু হ ।
আরে ভয়ে মরিস? ভয় কি এত কিসে ?
আমিতো আছি সর্বদা তোদের পাশে ,
কেবল পিস্তলটা ঘুরিয়ে দিবি রোষে ,
তোরাই হবি ধোয়া তুলসি বাকিরা সর্বনেশে ।
টাকডুম -টাকডুম, বাজাও রাজার ঢোল ,
বাদ দাও যত সব হরেকৃষ্ণর খোল ,
রাজার ঢোলেই সবাই বল ‘হরে কৃষ্ণ’ বোল ,
এর সামান্যতম অন্যথা হলে হবে গন্ডগোল ।