মিস করি ❤

অনিতা মুদি

 

মিস করি…….

সাঁওতালডি কলেজ যাওয়ার

সেই দুর্গম পথ।

মিস করি…….

সাঁওতালডি কলেজের সেই বেলতল,

যার ছায়ায় বসে আনন্দ উপভোগ করত সব।

মিস করি……

সংস্কৃত বিভাগের সেই ক্লাস রুম

যেখানে ক্লাস করতাম আনন্দ সহকারে।

মিস করি……. অধ্যাপকবৃন্দ দের পড়ানোর ধরন

যা পড়াতেন গল্পের ছলে ।

মিস করি…….

সেই নবীনবরনের দিন গুলির কথা স্মরণ করে ।

মিস করি…….

অধ্যাপক বিশ্বনাথ স্যারের সেই পুরুলিয়ার গান

যা শুনলে এখনও মনকে মাতিয়ে তোলে।

মিস করি…….

সেই বন্ধু বান্ধবীদের যাদের সঙ্গে কাঁটাতাম সদা ।

মিস করি…….

আমাদের নবীন ভাই বোনেদের

একদা কাঁটানোর দিন গুলির কথা ।

মিস করি সত্যি খুবই মিস করি

সেই ফেলে আসা দিন গুলির কথা ।

 

কবির পরিচিতি : আমি অনিতা মুদি । পিতা সাধন মুদি ও মাতা মমতা মুদি । পশ্চিমবঙ্গ রাজ্যের

পুরুলিয়া জেলার অন্তগর্ত আদ্রার কালিকেন্দ নামক গ্রামে আমাদের নিজস্ব বাড়ি ।

কিন্তু বর্তমানে আমরা পুরুলিয়া জেলার অন্তগর্ত সাওতালডি নামক জায়গায় বসবাস করছি ।

আমার জন্ম ১৯৯৮ সালের ২৫ ই জানুয়ারি । আমার কবিতা লিখতে ও পড়তে খুবই ভালো লাগে ।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*