নানা বাড়ী

-আব্দুল হামিদ সরকার

⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃

নানা বাড়ী মধুরসে রঙিন করা মুখ,

বর্তমানে সেই কথাটির নেইকো কোন সুখ।

নানা বাড়ী গেলে আর করে না তো আদর,

নানাভাই ক্ষ্যাপা মুখে বলে শুধু বাঁদর।

আগের মতো নানা বাড়ী নেই চিড়া-মুড়ি,

চেঁচিয়ে উঠে বকবকানি ডাইনী নানী বুড়ি।

অভাব এখন নিত্য সঙ্গী নানা ভাইয়ের বাড়ী,

তেলের পিঠার নেইকো ধুম থাকব দিনাচারী।

কোথায় রইল নানা ভাইয়ের আদর মাখা হাসি,

বৈশাখ মেলায় কিনে দেয় না তালপাতারই বাঁশি।

মা জননী ঢুলি চড়ে যায় না নানা বাড়ী,

খেজুর রসের পিঠা আর খায় না ঘটা করি।

নানা বাড়ীর আঙ্গিনাতে ফুটতো গানের কলি,

কালের স্রোতে হারিয়ে গেছে এসব দিনগুলি।

“নানা বাড়ী-মধুর হাড়ি” গল্প-কথার মতো,

এসব কথা হারিয়ে গেছে নদীর স্রোতের মতো।

⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃

কবি পরিচিতি:-

  • জন্ম:- কবি আব্দুল হামিদ সরকারের জন্ম সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলাধীন ঐতিহ্যবাহী দেলুয়া গ্রামে,পহেলা ডিসেম্বর ১৯৭৩ সালে। পিতা মৃত আফতাব উদ্দিন সরকার ও মাতা মৃত মোাছাঃ হামিদা খাতুন। নব্বইয়ের দশকে এই কবির জন্মস্থান দেলুয়া গ্রাম রাক্ষসী যমুনার গর্ভে বিলীন হবার পর, বেলকুচি, সিরাজগঞ্জের সেন ভাঙ্গাবাড়ি গ্রামে স্থায়ীভাবে বসবাস শুরু করেন।

 

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*