বুকের প্রহরে যে কথা
-গণেশ পাল
↔↔↔↔↔↔↔
ভালোবাসা কি পাখির প্রকৃতি ,
ভালোবাসা কি তপ্তরোদে পোড়ার
পর উন্মুক্ত বৃক্ষছায়া
নাকি বুকের প্রহরে দীর্ঘ কোনো
মিথুন ক্রিয়ার এক ক্লান্তি ?
ভালোবাসা কি আপেক্ষিক মোহপ্রাপ্তি
নাকি মৃগনাভির কোনো সমাহার —–
যে মূরলীর মূর্ছনা ভ্রুলতায়
ভালোবাসা তার কেবলি কূহক ?
ভালোবাসা তাহলে কী ?
ভালোবাসা ভালোবাসায়
শুভ্র শিউলি রাগিনী
আর সন্ধ্যাকালীন অভেদ জলাশয় —–
যে কেবল গভীর-নিদ্রায় নিদ্রিত লাবণ্য ।
↔↔↔↔↔↔↔
কবি পরিচিতি :
কবি গণেশ পাল, পিতা মৃত রাধা গোবিন্দ পাল, মাতা মৃত উর্ম্মিলা রানী পাল, জন্মস্থান : বাংলাদেশের রাজশাহী বিভাগের নাটোর জেলায় নাটোর শহরে ০২ জুলাই,১৯৫০ সনে জন্মগ্রহণ করেছি । শিক্ষাগত যোগ্যতা : ১৯৭২ সনে বিএ পাশ করি । কর্মজীবন : ১৯৭৪ সনে বাংলাদেশ সরকারের সমবায় বিভাগে চাকরি গ্রহণ করে ২০০৮ সনে পরিদর্শক পদ থেকে অবসরে যাই। লেখালেখি : কলেজ জীবন থেকে লেখা শুরু করে এখন পর্যন্ত বিভিন্ন মাধ্যমে লিখে চলেছি । আমার লেখার প্রকাশিত একক বইয়ের সংখ্যা মোট দশটি :১ টি কাব্যগ্রন্থ, ৬ টি গল্পগ্রন্থ ও ৩ টি উপন্যাস ।