পরিচয়
-অসিত ঘোষ
⇔⇔⇔⇔⇔⇔
কুল ভেবেছিল আপেল হব
আপেল ভেবেছিল কুল দখবো
বিধাতা ভেবেছিল দুই হও
নাম দিল আপেল কুল।
বেলি বনে ফুটলে হারায় কুল
নাম হয় যায় বনবেলি।
এই কুল ফুল পূজায় লাগে
কুল হারিয়ে কুলায় সাজায়
ফুল হারিয়ে গলায় পরায়
আপেল হারালোনা কুল
করেনাই জীবনের ভুল।
দেখেছিল নিচু তলার ফল
কেমন করে কাটায় জীবন
সকলেই যেতে হবে একসাথে
পৃথিবীর প্রাণীর পেটে।
⇔⇔⇔⇔⇔⇔
কবি পরিচিতি-
অসিত ঘোষ, দমদম, ভারত, পেশায় ব্যবসায়ী, বিএসসি বায়োসাইন্স