ফেব্রুয়ারির একুশ

-মোঃ আব্দুল হামিদ সরকার

⇔⇔⇔⇔⇔⇔⇔

একুশ তুমি—-ঐতিহ্যের স্মারক,

চেতনার উদ্বোধক।

একুশ তুমি—-স্বাধীনতার সোনালী বীজ,

চেতনার বহ্নি শিখা।

একুশ তুমি—-বাঙালি সংস্কৃতির ভিত্তি,

জাতীয় সংহতি প্রকাশের শ্রেষ্ঠ দিন।

একুশ তুমি—–অধিকার প্রতিষ্ঠার সূতিকাগার,

কৃষ্টি, প্রগতির উৎস ভূমি।

একুশ তুমি—-দাবী আদায়ের ঝাঁঝাল কণ্ঠ,

কালের সাক্ষী পুষ্পাঞ্জলী।

একুশ তুমি—-পদ্মা-মেঘনা-যমুনার ঠিকানা,

বাঙালি পরিচয়ের সেরা কৃষ্টি পাথর।

একুশ তুমি—-ফাল্গুনে ফোটা লাল পলাশ,

শিশুর হাতে লাল বর্ণমালার প্রচ্ছদ।

একুশ তুমি—-সুরম্য শহীদ মিনার,

ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা।

একুশ তুমি—-রুখে উঠা জনতার এক মুঠো হাত,

দৃঢ় অঙ্গীকার, শোকের মাতম।

একুশ তুমি—-বাঙালির বাংলা-অহংকার,

দেশ গঠনের প্রেরণা ও বর্ণিল সাজ।

⇔⇔⇔⇔⇔⇔⇔

সংক্ষিপ্ত কবি পরিচিতি:-

জন্ম:- কবি আব্দুল হামিদ সরকারের জন্ম সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলাধীন ঐতিহ্যবাহী দেলুয়া গ্রামে,পহেলা ডিসেম্বর ১৯৭৩ সালে। পিতা মৃত আফতাব উদ্দিন সরকার ও মাতা মৃত মোাছাঃ হামিদা খাতুন। নব্বইয়ের দশকে এই কবির জন্মস্থান দেলুয়া গ্রাম রাক্ষসী যমুনার গর্ভে বিলীন হবার পর, বেলকুচি, সিরাজগঞ্জের সেন ভাঙ্গাবাড়ি গ্রামে স্থায়ীভাবে বসবাস শুরু করেন।

স্থায়ী ও বর্তমান ঠিকানা:- কান্তকবি রজনীকান্ত সেনের স্মৃতি বিজড়িত গ্রাম:- সেন ভাঙ্গাবাড়ি, ডাকঘর:- ভাঙ্গাবাড়ী, উপজেলা:- বেলকুচি, জেলা:- সিরাজগঞ্জ এর নিভৃত পল্লীতে সাধারণভাবে জীবন-যাপন করছেন।

 

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*