বিস্মৃত সংলাপ

-রবীন্দ্র নাথ ঘোষ

↔↔↔↔↔↔↔↔

মনে পড়ে সে সব দিনের কথা?

ভুলে যাওয়া পৃষ্ঠাতে

হয়তো আছে লেখাজোকা!

মনে পড়ে সেই পাখির কুজন?

সাঁঝের বেলায় আমরা দুজন

কাজলা দীঘির ঘাটে;

স্মৃতির দেহে আনমনে

যেন এখনো আঁচড় কাটে!

দেবীর বেশে যখন ফিরে এলে

তোমায় দেখে উল্লাসে তাই

ফুলের পাপড়ি মেলে।

দুমড়ে মুচড়ে যাওয়া বিবর্ণ পাতারা

হঠাৎ প্রাণ পায়;

খেলা করে চৈত্রের দখিনা হাওয়ায়।

তোমার আসাতে শিল্প সৃজন

নতুন মাত্রা পায়;

আকাশ-বাতাস মুখরিত হয়

সুরের মূর্ছনায়।

যেদিন তুমি ফিরে গেলে

সুপ্ত মনের ইচ্ছে গুলো

সোহাগী চাদরে ঢাকি;

অগোছালো যত স্বপ্ন আমার

সযত্নে সাজিয়ে রাখি।

আবার যদি কখনও আসো ফিরে

দীপ জ্বেলে তাই সেই আশাতেই থাকি।

↔↔↔↔↔↔↔↔

কবি পরিচিতি:

কবি রবীন্দ্র নাথ ঘোষ, গ্রাম: গদাইপুর, পশ্চিম মেদিনীপুর, পশ্চিমবঙ্গ, ভারত। বিগত প্রায় দেড় বছর ধরে বিভিন্ন পত্রিকা ও অনলাইন ম্যাগাজিনে লেখালেখির মাধ্যমে দেশ-বিদেশ থেকে প্রায় ষোড়শ শতাধিক সনদ সম্মাননা প্রাপ্তি ঘটেছে। তাছাড়াও ১৫ টি যৌথ কাব্য সংকলন প্রকাশিত হয়েছে।

 

 

 

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*