রক্তে মাখা একুশে ফেব্রুয়ারি

-গৌরী চৌধূরী

↔↔↔↔↔↔

সেই দিনটি ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারী,

এইদিনে পুলিশ নির্মম ভাবে করে গুলি বর্ষনকারী।

গর্বে বুকটা ভরে যায় তাদের জন্য,

যাঁরা জীবন করেছে দান ভাষার জন্য।

বাংলার সোনার সন্তান ভাষা শহীদের দল,

জীবন ত্যাগে এনে দিল বাংলাভাষার ফল।

তাঁদের দানে আজ আমরা বাংলা বলি,

সেই সন্তানদের ত্যাগের কথা কেমন করে ভুলি।

রফিক,সালাম,বরকত আরো বীর সন্তান,

ভাষার করল মান রক্ষা বিলিয়ে আপন প্রাণ।

যাঁদের রক্তে রঞ্জিত একুশ,ওরা যে অম্লান,

ধন্য আমাদের মাতৃভাষা ধন্য তাঁদের প্রাণ।

ফেব্রুয়ারি বাংলাভাষার মাস,

বাংলা আমাদের মাতৃভাষা মেটায় মনের আশ।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবের জন্য,

ভাইদের হারিয়েছি দিয়েছে রক্ত ভাষার জন্য।

রক্তে কেনা বাংলা ভাষা লক্ষ শহীদের দান,

তবুও কেন ?বন্ধু তোমার বিদেশের প্রতি টান?

সকাল বেলা পান্তা খেয়ে বৈশাখের ঐ দিনে,

উঠছো মেতে বিকেলে আবার ইংলিশ হিন্দি গানে।

এইদিনে লক্ষ কোটি বাবা মা ভাই বোন দের-

রক্তের বিনিময়ে অর্জিত আমাদের বাংলাভাষা ,

এই দিনটির অপেক্ষায় আমরা কোটি মানুষ লক্ষ ফুল হাজার তোড়া নিয়ে জানাই তাঁদের শুভেচ্ছা।।।

সবশেষে জানাই তাঁদের—-“কুর্নিশ,সেলাম,প্রণাম শতশ্রদ্ধ “।।।

↔↔↔↔↔↔

কবি পরিচিতি- 

কবি গৌরী চৌধূরী  পার্লার ও পার্লার ইনস্টিটিউট আছে। ভারতের শিলিগুড়ি থাকেন।

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*