আমার মৃত্যুর পরে

-রানা জামান

←←←←←←←

মৃত্যু নিয়ে দুশ্চিন্তা করি না

মৃতদেহের কি হবে তা নিয়ে আমার আগ্রহ নেই

শবের কী হবে তা সবার জানা

প্রথমে গায়ের বস্ত্র খুলে করবে নগ্ন

এভাবেই পৃথিবীতে এসেছিলাম প্রথম

সাবান মাখিয়ে গোসল করাবে

আতর ছিটিয়ে মুড়াবে কাফনে

যত্নে গড়া বাড়ি থেকে বের করে নেবে

আর এই বাড়িতে আসবো না ফিরে

পার্থিব গন্তব্য শেষ হবে চিরতরে

আরেক গন্তব্যে যাবে রক্তচাপহীন দেহ

সাড়ে তিন হাত আয়তনে গড়া মাটির নিবাস

স্ত্রী-সন্তান রবে না কেউ সাথে-একার জীবন

অনেক মানুষ অংশ নেবে জানাযায়

স্ত্রী-সন্তান কাঁদবে বুক ফাটা কান্না

ব্যক্তিগত জিনিসে হারাবো অধিকার-

আমার কম্পিউটার

প্রকাশিত বই

পাণ্ডুলিপি

আমার ব্যাগ

জুতোগুলো

হয়তো পরিবার আমার ব্যবহৃত

জিনিসপত্র কাউকে দিতে একমত হবে

কারো জন্য থেমে থাকে না সংসার

সূর্য পূর্ব থেক উঠে অস্ত যাবে পশ্চিমে

অর্থনৈতিক কর্মকাণ্ড চলবে

চলতে থাকবে ব্যবসাবাণিজ্য

ভোট ডাকাতির নির্বাচন চলবে

ঘুষের প্রসার বাড়বে আরো…হয়তোবা

ধনসম্পদ বন্টন হবে ওয়ারিশদের মাঝে

পরলোকে শুরু হবে আসল সম্পদের হিসাব

ছোট…বড়….অণু…পরমাণু…সবকিছু…সব সব

মৃত্যুর পরে সর্বপ্রথম হারিয়ে যাবে নাম-

সকলেই হয়ে যায় লাশ, শুধু এক লাশ

জানাযার সময় বলবে নিয়ে এসো “জানাযাহ”

আমাকে নাম ধরে ডাকবে না কেউ আর

দাফন শুরু করতে বলবে- নিয়ে এসো লাশ

এই দুনিয়ার জীবন যাপন তুচ্ছ অতি তুচ্ছ

মৃত্যুর পরের হিসেব নিকেশ গুরুতর

সম্পদ বংশ গোত্র পদমর্যাদা খ্যাতি পরকালে-

কাজে না লাগলেও সন্তানদের অনেক কাজের-

কমতি থাকলে বকাঝকা দেবে আমাকে

আমার নিকট থেকে হবে সমাপ্ত আমার-

পৃথিবী

ধনসম্পদ

শরীর

জীবনসঙ্গী

সন্তান

বসতবাড়ি

সাথে যাবে ভালো কিংবা মন্দ আমল

যেমন আমল তেমন ফলও পাবো পরকালে।

←←←←←←←

কবি পরিচিতি:

নাম: রানা জামান পোষাকি নাম: মোঃ সামছুজ্জামান ভূইয়া পেশা: বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব হিসেবে অবসরপ্রাপ্ত নিজ জেলা: কিশোরগঞ্জ লেখালেখি: ছোটকাল থেকেই লেখালেখি করছি; গল্প/কবিতা/ছড়া/উপন্যাস লিখে থাকি প্রকাশিত বই-এর সংখ্যা: ৯৩ ডাক-ঠিকানা: আনিলা টাওয়ার বাড়ি#১৮-১৯; সড়ক#৩; ব্লক#আই; (ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালের পেছনে); বড়বাগ; মিরপুর-২; ঢাকা-১২১৬

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*