শাবাশ বাংলাদেশ
-নিত্যানন্দ বিশ্বাস
≈≈≈≈≈≈≈≈≈≈
বায়ান্নর আন্দোলন তরে মাতৃভাষা
ভাষা শহিদের রক্তে পাই বাংলা ভাষা।
একুশে ফেব্রুয়ারিতে মিছিলেই গুলি
ছাত্র জনতার রক্তে রাজপথ হোলি।
শহিদ মিনার গড়ে করে স্মৃতি কেন্দ্র
সংগ্রামের শপথ গ্রহণের কেন্দ্র।
আন্তর্জাতিক দিবস মাতৃভাষা বুলি
শাবাশ বাংলাদেশ শাবাশ বাঙালি।
আওয়ামী লীগ পায় নির্বাচনে জয়
ইয়াহিয়া,ভুট্টো মিলে করে নয়ছয়।
একাত্তরে কালো রাত্রে পাক হানাদার
ঢাকায় হত্যা করে যে চল্লিশ হাজার।
মুক্তি যুদ্ধ শুরু হয় সমগ্র বাংলায়
লক্ষ লক্ষ নারী তার ইজ্জত হারায়।
মুক্তি যুদ্ধে ত্রিশ লক্ষ লোক শহিদান
রক্তক্ষয়ী যুদ্ধ শেষে স্বাধীনের গান।
এক সাগর রক্তের বিনিময়ে জয়
শহিদ গাজী নামটি অমর ধরায়।
বাংলায় লক্ষ লক্ষ বীরাঙ্গনা শৈলী
শাবাশ বাংলাদেশ শাবাশ বাঙালি।
≈≈≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিতি-
আধুনিক বাংলা সাহিত্যের কবি নিত্যানন্দ বিশ্বাস বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার গ্রামরত্ন আস্করে এক বিখ্যাত ভাংরা বংশে ১৯৬৯ সালে পহেলা মে জন্মগ্রহণ করেন। তাঁর ডাক নাম নিতাই ভাংরা। তাঁর মাতার নাম সুচিত্রা রাণি বিশ্বাস। পিতার নাম তারাকান্ত বিশ্বাস।পিতামহ নবীন বিশ্বাস। ছন্দবদ্ধ,চিত্রময়তা,অক্ষর বিন্যাস ও শব্দের প্রয়োগ কুশলতা তাঁর কবিতার বৈশিষ্ট্য। সর্বাধুনিক ছন্দ অক্ষরবৃত্ত ও সনেট তাঁর কবিতার মূল বৈশিষ্ট্য। ইতিহাস,ঐতিহ্য,সাহিত্য,সংস্কৃতি,প্রকৃতি,দেশপ্রেম ও মানবীয় প্রেম প্রস্ফুটিত তাঁর লিখনে। এ ছাড়া বাংলাদেশের ৭১-এর মুক্তিযুদ্ধ,৫২-এর ভাষা আন্দোলন, অসাম্প্রদায়িক জীবনবোধ ও শুভবোধের অসাধরণ এক কবি নিত্যানন্দ বিশ্বাস। তিনি একজন বহুমাত্রিক লেখক। তিনি একাধারে কবি,নাট্যকার,কথা সাহিত্যিক ও শিশু সাহিত্যিক।