বাকযুদ্ধ

(রুপ চাঁদা আর রুপালি ইলিশ)

-মোঃ আব্দুল হামিদ সরকার

↔↔↔↔↔↔↔↔

রুপ চাঁদা করে বড়াই,

আমার মত সুরৎ নাই ।

লালচে শরীর শ্যাওলা গা,

করিস কেন খা খা ।

রুপালি ইলিশ বলে ওহে,

নিজের কথা নিজেই কহে ।

বলিসনি তুই কাটার কথা,

শীল পাটায় দেয় যাতা ।

আমি হলাম সবার বড়,

তোদের অবস্থা নড়ে বড়ো ।

রুপ চাঁদা বলে ইলিশ,

তুই তো পাক্কা ইবলিশ ।

কথা শুনে ধরে জ্বালা,

তোর মনটা শুধু কালা ।

বড় বলে কর বড়াই,

আমি তো জাহাজ নড়াই ।

রুপালি ইলিশ মিষ্টি গলে,

রুপ চাঁদাকে গল্প বলে ।

আমারা সবাই ভাই ভাই,

মোদের কোন বিভেদ নাই ।

সবাই মোদের জালে পিষে,

লবণ লংকায় খায় চুষে ।

তাই-বড়াই নয় করি মজা,

যার যার জায়গায় সে সে রাজা

↔↔↔↔↔↔↔↔

কবি পরিচিতি:-

জন্ম:- কবি আব্দুল হামিদ সরকারের জন্ম সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলাধীন ঐতিহ্যবাহী দেলুয়া গ্রামে,পহেলা ডিসেম্বর ১৯৭৩ সালে। পিতা মৃত আফতাব উদ্দিন সরকার ও মাতা মৃত মোাছাঃ হামিদা খাতুন। নব্বইয়ের দশকে এই কবির জন্মস্থান দেলুয়া গ্রাম রাক্ষসী যমুনার গর্ভে বিলীন হবার পর, বেলকুচি, সিরাজগঞ্জের সেন ভাঙ্গাবাড়ি গ্রামে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। স্থায়ী ও বর্তমান ঠিকানা:- কান্তকবি রজনীকান্ত সেনের স্মৃতি বিজড়িত গ্রাম:- সেন ভাঙ্গাবাড়ি, ডাকঘর:- ভাঙ্গাবাড়ী, উপজেলা:- বেলকুচি, জেলা:- সিরাজগঞ্জ এর নিভৃত পল্লীতে সাধারণভাবে জীবন-যাপন করছেন।

 

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*