চৈতালি

-সত্যজ্যোতি রুদ্র

♦♦♦♦♦♦♦♦♦♦

চৈতি লগন রয়েছে মগন

রঙিন পাখনা মেলে,

রঙের বাহারে কী রূপ আহা রে!

রূপের পসরা ঢেলে।

দখিনা হাওয়া করিছে ধাওয়া

উষ্ণে-শীতলে মেশে,

সুনীল কায়ায় পাহাড় ছায়ায়

সবুজ আঙিনা ঘেঁষে।

প্রকৃতির সাজ সঙ কারুকাজ

সবুজ গালিচা ঢাকা,

বন বনানীর রূপ লাবণির

নিটোল মূরতি আঁকা।

রবির প্রভায় কিরণ শোভায়

সান্ধ্য লগনে সাজ,

লালিমার রঙ অপরূপ ঢঙ

সুনীল সাগর মাঝ।

কুসুমের কলি পড়ে রয় ঢলি

লতা-পাতা বন ছায়,

শতদল ফুটে অলি যায় ছুটে

মাধুরী মাখতে চায়।

সুষমা প্রকৃতি জানায় আকুতি

পরতে পরতে আসি,

দিবস -রজনী জাগায় সজনী

পলকে পলকে ভাসি।

রোদেলা দুপুর বাজায় নুপুর

রিনিকঝিনিক তালে,

বাজিছে কনক লহরী গমক

হাওয়ার দোলা পালে।

প্রণয় প্রকাশে হৃদয়ে সকাশে

ভিতরে বাহিরে এসে,

স্মৃতির পাপিয়া পড়েছে ঝাঁপিয়া

চৈতি দিনের শেষে।

♦♦♦♦♦♦♦♦♦♦

কবি পরিচিতি–

সত্যজ্যোতি রুদ্র, সহকারী শিক্ষক,কণ্ঠশিল্পী,সুরকার ও গীতিকার বাংলাদেশ বেতার ও টেলিভিশন,চট্টগ্রাম। কাব্যগ্রন্থ -রুদ্র কথা।

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*