নতুনের আগমনে

-গৌর গোপাল পাল

≈≈≈≈≈≈≈≈≈

বছর শেষে অনেক কথা

পড়ছে এখন মনে!

সে সব ভেবে বুকের ব্যথা

বাড়ছে ক্ষণে ক্ষণে!!

ভাবছি বসে তোমায় নিয়ে

ফেলে আসার দিন!

অতীত স্মৃতি বিদায় দিয়ে

শোধ করে যায় ঋণ!!

তাই এসেছি বিভেদ ভুলে

নিয়ে আশার গান!

হোক না কথা পরাণ খুলে

ভাঙুক অভিমান!!

সোহাগ প্রীতি ভালবাসার

অতীত সে সব কথা !

নতুন করে আজ দু’জনার

ভাঙুক নিরবতা!!

≈≈≈≈≈≈≈≈≈

কবি পরিচিতিঃ-

কবি গৌর গোপাল পাল একজন স্বভাব কবি। জন্ম- ১৩৬০বঙ্গাব্দের ১৩ ফাল্গুন বৃহস্পতিবার। ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলার লাভপুর থানার গোবিন্দপুর গ্রামে। বর্তমানে বাকুল গ্রামের স্থায়ী বাসিন্দা। অফলাইন ও অনলাইন মিলিয়ে প্রায় সাত/আটশো পত্র-পত্রিকায় লেখালিখি করেছেন। দৈনিক আনন্দবাজার, বর্তমান, প্রতিদিন,একদিন,আজকাল,সংবাদ,গণশক্তি,আজবিকাশ,দেশ,সানন্দা,আনন্দলোক,উনিশকুড়ি,গৃহশোভা,সন্দেশ,এইসময়,দ্য সানডে ইণ্ডিয়ান,সাপ্তাহিক বর্তমান,খেলা,তথ্যকেন্দ্র, ভ্রমণ,কিশোর ভারতী,কিশোর জ্ঞান-বিজ্ঞান, উদ্ধোধন, মাতৃশক্তি, ইণ্ডিয়া টুডেসহ প্রথম শ্রেণীর কয়েক শো পত্র-পত্রিকার সাথে কয়েকশত লিটিলম্যাগও রয়েছে সেই তালিকায়। আকাশবাণী কোলকাতা কেন্দ্রের গীতিকার, এইচ.এভ.ভি,কিরণ,সাউণ্ডউইং,

গাথানীসহ ২০/২৫টি রেকর্ড কোম্পানি থেকে বিভিন্ন শিল্পীর কণ্ঠে গান রেকর্ড হয়েছে। এছাড়া প্রকাশিত গ্রন্থও রয়েছে পাঁচখানি।

 

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*