ধর্ম গুলির মর্মকথা একসাথে পথ হাঁটা
-আবুল হাসমত আলী
≡≡≡≡≡≡≡≡≡≡≡≡
ঈশ্বরের সৃষ্টি মানুষ মোরা,
মোদের কাজ তো সৃষ্টি করা,
মানুষের কল্যাণে;
সেই আদিম কাল থেকে হাঁটছি,
অনেক কঠিন পথ পেরোচ্ছি,
অবলীলাক্রমে।
হাঁটতে হাঁটতে মোরা পৌঁছাই,
জ্ঞান-বিজ্ঞানের উচ্চ চূড়ায়,
অদ্ভুত এক জগতে;
বর্তমানের সভ্যতা তো,
সত্যি অবাক করার মত,
মোদের ধরণীতে।
এই সভ্যতা গড়তে দেখি,
চেষ্টা করে সকল শ্রেণী,
বুদ্ধি অনুযায়ী;
শান্তিকামী মানুষ সকল,
ব্যস্ত থাকে যে চিরকাল,
চায় সমাজের শান্তি।
তাই তো দেখি আসেন অনেক,
যাদের আছে দারুন বিবেক,
মানবতার জন্য;
অনেকে তো বলেন কথা,
জীবন ধারার খাঁটি কথা,
নীতিকথায় পূর্ণ।
তাইতো তারা দিলেন বিধান,
ধর্মের দ্বারা চায় ঐক্যতান,
সকল শ্রেণীর মাঝে;
ধর্মের কথা সবাই মানে,
আবেগ সৃষ্টি হয় যে মনে,
ভীষণ রকম ভাবে।
সকল ধর্মের মর্ম কথা,
ভালো কিছু গল্প গাথা,
সবাই তো চায় মানতে;
তাইতো এখন ধান্দাবাজরা,
করতে ব্যস্ত ছন্নছাড়া,
ধর্মের ভিন্নতাতে।
তাই ঈশ্বরের আদালতে,
মামলা ঠুঁকে জনস্বার্থে,
জ্ঞানী মানুষেরা;
“ধর্মগুলি বিভেদকামী”,
ধার্মিকরা খায় ভীষণ ভিড়মি,
শুনে রায়ের কথা।
≡≡≡≡≡≡≡≡≡≡≡≡
কবি পরিচিতি:
আমি, আবুল হাসমত আলী, পিতা- সেখ আতর আলী, মাতা- ইন্নান্নেসা বিবি, ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান জেলায় বাস করি। আমার গ্রামের নাম ‘এরুয়ার’ যেটা ভাতার থানার অন্তর্গত। আমি ১৯৭৪ সালের ৩রা ফেব্রুয়ারি জন্মগ্রহণ করি। আমি প্রকৃতি ভালোবাসি, ভালোবাসি পৃথিবীর মানুষকে ও জীবজগতকে। আমার কাছে ধর্ম মানে মানবিকতা। তাই মানুষের মর্যাদা হানি আমাকে সর্বদা পীড়া দেয়। পৃথিবীর সকল মানুষের সুষ্ঠ শান্তিপূর্ণ জীবনের আমি প্রত্যাশী।