কবি
-মোঃ আব্দুল হামিদ সরকার
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
পুব আকাশে ওঠে রবি,
তাই-না দেখে লেখেন কবি,
জ্যোতি আলো ছড়ায় কোথায়?
কবি চলেন যেথায় হেথায়।
আলো ছড়ায় সরষে ফুলে,
কবি সদা ছন্দ বলে।
রবির আলোয় গজায় পাতা,
কবি লেখেন কাব্য কথা।
প্রেম, প্রকৃতি, ফুল-পাখি,
কবির ছন্দে নেই বাকি।
দেশের কথা, দশের কথা,
কবি ভরেন ছন্দের পাতা।
লাল সবুজের বাংলাদেশ,
কবির ছন্দের নেই-কো শেষ।
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
কবি পরিচিতি:
জন্ম:- কবি আব্দুল হামিদ সরকারের জন্ম সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলাধীন ঐতিহ্যবাহী দেলুয়া গ্রামে,পহেলা ডিসেম্বর ১৯৭৩ সালে। পিতা মৃত আফতাব উদ্দিন সরকার ও মাতা মৃত মোাছাঃ হামিদা খাতুন। নব্বইয়ের দশকে এই কবির জন্মস্থান দেলুয়া গ্রাম রাক্ষসী যমুনার গর্ভে বিলীন হবার পর, বেলকুচি, সিরাজগঞ্জের সেন ভাঙ্গাবাড়ি গ্রামে স্থায়ীভাবে বসবাস শুরু করেন।
লেখা-লেখি:- তিনি একাধারে কবি ও ঔপন্যাসিক। তার প্রকাশিত গ্রন্থগুলো হল “স্মৃতির দোলনা” (আত্মজীবনীমুলক) (২০১৪) ১ম গ্রন্থ, “প্রেমের সুনামী” (২০১৫) ২য় গ্রন্থ, “ভালবাসার রংধনু” (২০১৬) ৩য় গ্রন্থ, “মধ্যরাতের হাসি” (কিশোর ছড়াকাব্য) (২০১৭) চতুর্থ গ্রন্থ, “দূর আকাশের নীহারিকা” (২০১৮) পঞ্চম গ্রন্থ, “রক্ত কাজল” (মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস) (২০২০) ৬ষ্ঠ গ্রন্থ ও লুৎফা (নারী জাগরণমূলক উপন্যাস) (২০২২) ৭ম গ্রন্থ।