ওহে শৈবলিনী
-ইন্দিরা দত্ত
≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅
ওহে শৈবলিনী গঙ্গা নামে পরিচয়,
ভগীরথ এনেছিল সর্বলোকে কয়।
গঙ্গোত্রী হইতে তুমি এলে নদী মাতা,
পাপীতাপী উদ্ধারিলে জানি তুমি ত্রাতা।
নিরবধি বয়ে চলো তোমা পদে চুমি,
জাহ্নবী হুগলি আর ভাগীরথী তুমি।
কত প্রাণী বাস করে তব বুকে সুখে,
বর্ষাতে বন্যায় হায় থাকি মোরা দুখে।
দু’কুলেতে গড়ে ওঠে শহর নগর,
মোহনায় মিলে গিয়ে বানাও বন্দর।
অকাতরে বিলি করি রাশিরাশি জল,
মাঠে মাঠে দেখি ফলে শস্য আর ফল।
কুলুকুলু বেগে চলো নেবে না বিশ্রাম,
দু’ধারেতে কাশফুল দেখি অবিরাম।
শিশুরা গামছা লয়ে দেখি মাছ ধরে,
গ্রামের বধূরা এসে জলকেলি করে।
এঁকেবেঁকে চলো সদা দেশ-দেশান্তরে,
সুন্দর আনন খানি দেখে মন ভরে।
তীরে আমি বসে আছি যেন এক কবি!
রূপ দেখে মনে হয় পটে আঁকা ছবি।
≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅
কবি পরিচিতি:-
নাম—ইন্দিরা দত্ত। পেশা—গৃহবধূ ও গৃহশিক্ষিকা।শখ—নাচ,গান,আবৃত্তি,বাগান করা, রান্না করা,ঘর সাজানো। একজন সাধারন মেয়ে হিসেবে নিজের সম্বন্ধে লেখার মত তেমন কিছু নেই।তবুও ছোটবেলা থেকে লেখা এবং পড়া ভালো লাগতো বলেই জীবন সায়াহ্নে এসে লেখা শুরু করা।মনে অনেক স্বপ্ন ছিলো—দেশ,সমাজ,সংসার আর ব্যক্তিপ্রণয়ের কল্যাণে কিছু করবো।তাই—সময়-অসময়ে কিছু ঘটনা-দুর্ঘটনায় নিজের সুখ-দুখের হাতিয়ার করে তুলি এই কলম।আমরণ পাঠকের তৃষ্ণা নিবারণেই আমার পথ চলা।