চেতনায় নজরুল

-সত্যজ্যোতি রুদ্র

≈≈≈≈≈≈≈≈≈≈≈

কবি নজরুল বাগিচার ফুল

গানের ভুবনে লয়,

বুলবুল সেতো সদা মনে প্রাণে

বিরহে জাগিয়া রয়।

সুরে ও বাণীর মালা গেঁথেছিলে

শত কষ্টের মাঝে,

অঞ্জলি দিয়ে সঙ্গীত সভা

পূর্ণ করেছ রাজে।

শ্যামা সঙ্গীতে ভাব রসধারা

ঢেলে অন্তর ভেদী,

নৈবেদ্য আর সুর লহরীতে

সাজালে পূজার বেদী।

সাম্যের গানে সমতা এনেছো

বলে মানবের কথা,

দিশিদিশি তাই মমতা পেয়ে

ঘুচালে মনের ব্যথা।

প্রতিবাদী তুমি দ্রোহের ভাষা

অমর বাণীর স্তব,

বন্দীশালায় আগুণ জ্বেলেছো

কলমে স্ফুলিঙ্গ রব।

জাতের নামের বজ্জাতি যারা

মেতেছে ব্যঙ্গ খেলায়,

আচার-বিচারে সমাজ শাসনে

তুচ্ছ মানলে হেলায়।

‘কাণ্ডারী’ সম ধরেছিলে হাল

জাতির বিবেক লভি,

মানব ধর্মে প্রেমিক জাগালে

‘মানুষ’কাব্যে কবি।

ফোটাতে চেয়েছো একই বৃন্তে

দুইটি প্রেমের ফুল,

এপার-ওপার মিলনে মোদের

চেতনায় নজরুল।

≈≈≈≈≈≈≈≈≈≈≈

কবি পরিচিতি–

সত্যজ্যোতি রুদ্র,(সহ.শিক্ষক), কণ্ঠ শিল্পী, সুরকার ও গীতিকার, বাংলাদেশ বেতার ও টেলিভিশন।

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*