ঝড়ঝঞ্ঝা
-অনিল কুমার পাল
⇔⇔⇔⇔⇔⇔⇔⇔
আকাশে-আকাশে ভেসেই চলে সাদা মেঘের ভেলা,
সকাল-বিকাল মেঘগুলো করে লুকোচুরি খেলা।
কখনো-কখনো বৃষ্টি সূর্য রশ্মি রংধনু মেলে,
বৈশাখ-জ্যৈষ্ঠ মাসে হঠাৎ কালো মেঘে ঢেকে চলে।
আগে-ভাগে বুঝে সবে কালবৈশাখী দুমড়ে ফেলে
গরু-ছাগল মাঠ থেকে ফিরিয়ে তো গোশালে তুলে
ছেলে-মেয়ে দ্রুততা আশ্রয় নেয় নিরাপদ ঘরে,
ঝড়-বৃষ্টি আঘাতের সাথে বিদ্যুৎ চমকে পড়ে।
মাঠে-ঘাটে ধ্বংস লীলা করে কালবৈশাখী ঝড়,
কাঁচা-পাকা আম কুড়িয়ে সবাই ভর্তি করে ঘর।
গরিব- দুঃখী ঘরবাড়ি নষ্ট দুঃখের সীমা নাই,
সময়ে-অসময়ে ঝড়ঝঞ্ঝা মানুষ কষ্ট পাই।
⇔⇔⇔⇔⇔⇔⇔⇔
কবি পরিচিতি-
অনিল কুমার পাল পিতা মৃত দ্বিজ পদ পাল মাতা মৃত রেণুবালা পাল। তিনি বাংলাদেশের মাগুরা জেলার অন্তর্গত পুটিয়া গ্রামে 1966 সালের 10 জানুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি এখন একটি বিশেষায়িত ব্যাংকের অডিটর হিসাবে কর্মরত আছেন। লেখালেখি শুরু পহেলা নভেম্বর 2021।