কবিতা তুমি

-তৌহিদা জাহান লিপি

≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅

কবিতা তুমি ভোরের আলোয়

ঘাসের ডগায় ছোট্র শিশিরবিন্দু!

কবিতা তুমি আমার প্রেমের —–

অলিখিত বিষাদসিন্ধু !! 

কবিতা তুমি স্নিগ্ধ পাহাড় হয়ে 

দাঁড়িয়ে আছো এক সম্রাজ্ঞীর বেশে!

যেখানে দিয়েছি আমি জলান্জলি

হৃদয়ের সবটুকু সুধা ———

শুধু তোমায় ভালোবেসে !! 

কবিতা তুমি দেবদারু গাছের ছায়ায়,

ক্লান্ত পথিকের অমলিন প্রেম! 

তাইতো তোমার মাঝে আমি দূরের

কুয়াশাচ্ছান্ন ভোরের হাতছানি দেখিলেম!

কবিতা তুমি একঝাঁক শুভ্র সাদা বকের

ডানায় মেখেছো আকাশের ঐ নীল —–

কবিতা তুমি নিষ্প্রদীপ রাতের

কড়াহীন দরজার খিল !

কবিতা তুমি সোনালি অতীতের,

ফেলে আসা কিছু অনাকাঙ্ক্ষিত ভুল !

কবিতা তুমি দুরন্ত মেয়ের নিশ্চুপ কান্না,

আর বাতাসে দোলানো এলোমেলো চুল!

কবিতা তুমি এই কর্দমাক্ত শহরের

এক অনাকাঙ্ক্ষিত আগুন্তক ——-

কবিতা তুমি অন্ধকার আকাশের

আলোকরঞ্জনের মুখোশ উন্মোচন !! 

≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅

কবি পরিচিতি :

আমি তৌহিদা জাহান লিপি। ঢাকায় বসবাস করি। ঢাকার একটি বেসরকারি কলেজে শিক্ষকতা পেশায় আছি। ধন্যবাদ কবিতার পাতা পরিবার! ”

 

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*