কিছু কবিতার নাম থাকে না

-অভিজিৎ হালদার

≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈

আমার সকল আয়োজনই বৃথা

যেমন কিছু শব্দের সমার্থক শব্দ

থাকে না ঠিক তেমনি।

অজানা কোনো সাজা পেয়েছি আমি

আজ থেকে দু-বছর পর তা কার্যকর হবে

এবং তার আরও আট বছর পর

ফিরে আসবো আবার এই শহরের পথে।

আমার সমস্ত না থাকা জুড়ে রয়ে যাবে বহুকিছু

ভুল ছিল না কিছু যা পাওয়ার মতো

তবুও রয়ে যেতে পারতো সামান্য কিছু

জানি এভাবেই নত হতে হয় মনুষ্য জাতির কাছে ;

ঈগলের চক্ষুতে কালকূটের রজনী সাজিয়ে

আমার বয়স যখন তিরিশ

কোনো এক হেমন্তের রাতের

ঝরে যাবো কোনো এক মানুষের

ভালোবাসা ও অবহেলার পাত্র হয়ে।

যে গোলাপের পাপড়ি ঝরে যায়

চোখের অশ্রুতে স্নান করে

তার কি কোনো পরিচয় থাকে !

আমি শিল্পীর রঙতুলিতে ছবি এঁকে

শহরের দেওয়ালে ঢের বেশি স্বপ্ন জমিয়ে

কার হাতে তুলে দিয়েছি আমার মৃত্যুর তলোয়ার !

সে কথা কি কেউ বলতে পারে ?

সালটা যখন ২০৩২

শিল্পের দাপটে মানুষ যখন অস্থির হবে

ঠিক তখনি আমার কথা মনে পড়লে

বুঝে নেবে পৃথিবী, বুঝে নেবে মানুষ

আমিও শিল্পী ছিলাম

কোনো এক শিল্পীর সমতুল্যে।।

≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈

লেখক পরিচিতি :-

লেখক অভিজিৎ হালদার এর জন্ম ১লা সেপ্টেম্বর ২০০১ সালে , নদীয়া জেলার মোবারকপুর গ্রামে। পিতার নাম কার্ত্তিক হালদার এবং মাতার নাম আরতী হালদার। ছোটো থেকেই লেখালেখির শুরু ( সম্ভবত স্কুল জীবনে) , বিভিন্ন পএ পত্রিকার সাথে লেখালেখি ও পাশাপাশি পড়াশোনা করে থাকে।

ভাজনঘাট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশ করার পর এখন তিনি মাজদিয়া সুধীরঞ্জন লাহিড়ী মহাবিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ভূগোল অনার্সের ছাত্র। লেখকের প্রথম কবিতার বই এর নাম – “প্রথম আলো”

 

 

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*