যখন মুরলী বাজে
-গণেশ পাল
⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔
মুরলী বাজে কথার বেড়াজালে ,
তথাপি বশীভূত হতে
যে-কারো প্রহরে প্রহরে
আবদ্ধ বাঁধন সব যতকিছু ।
যেখানে একসময়
পুষ্পবৃক্ষে নাগর লতা-মঞ্জুরী ,
সেখানে একদিন
কখনো কখনো কোথাও যেন
অরণ্য -কানন বড়ই বিপর্যস্ত ।
অবাধ রোদ থেকে আলোর জলবিম্বে
গোপনারীর অনুবৃত্তি যখন
একের অভাবে অন্যের অভাব হয়ে যায় ।
তবু কার জন্য অপেক্ষক আমি
অবসাদহীন ইহলোকে ?
তখনো দূরে মুরলী বেজে চলেছে
কোন্ প্রান্তক্ষরণে অতঃপর ?
⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔
কবি পরিচিতি :
কবি গণেশ পাল, পিতা মৃত রাধা গোবিন্দ পাল, মাতা মৃত উর্ম্মিলা রানী পাল, জন্ম ও জন্মস্থান :০২ জুলাই ,১৯৫০ সালে বাংলাদেশের রাজশাহী বিভাগের নাটোর জেলায় নাটোর শহরে পালপাড়ায় জন্মগ্রহণ করি। শিক্ষাগত যোগ্যতা: ১৯৭২ সালে নাটোর নবাব সিরাজউদ্দৌলা কলেজ থেকে বিএ পাশ করি। কর্মজীবন : ১৯৭৪ সাল থেকে বাংলাদেশ সরকারের সমবায় বিভাগে চাকরি গ্রহণ করে ২০০৮ সালে পরিদর্শক পদে অবসর গ্রহণ করি । লেখালেখি : কলেজ জীবন থেকে লেখা শুরু করে এখন পর্যন্ত বিভিন্ন মাধ্যমে লিখে নিয়মিত লিখে চলেছি । লেখার প্রকাশিত একক বইয়ের সংখ্যা মোট দশটি: ১ টি কাব্যগ্রন্থ , ৬ টি গল্পগ্রন্থ ও ৩ টি উপন্যাস । অনেক গ্রন্থ অপ্রকাশিত পাণ্ডুলিপি হিসাবে রয়েছে ।