গরিব চাচা

-জয়সেন চাকমা

≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈

দিবা রাতি নয়ন জলে জঠরের কাতরে

নেই অন্ন, নেই স্বর্ণ গরিব চাচার ঘরে।

নগরের বড়ো জমিদার স্যার দেয় না তারে কাজ

সবার কাছে ঘৃণার পাত্র, তবে কী তার সাজ।

ক্ষুদ্রজাতির কেউ দেখেনা, বড়োরাই বড়ো চলে

স্বর্ণের মুকুট পড়ে গরিবদের খেলা খেলে।

চাচার এক ছোট্ট ছেলে হয় না তার সহ্য

অন্নহীনে সপ্তাখানেক হবে কী আর ধৈর্য্য।

কেঁদে কেঁদে অন্ন খুঁজে জঠর জ্বলে অনল,

জল পানে কদিন বাঁচে, কদিন থাকে বল।

শান্তনা দিলে কী আর জঠর কী ভরে

বাইরে ফাগুন সাজুক, অন্ন যে নেই ঘরে।

প্রতিক্ষণ মনে মনে অর্চনা করে চলে

বাচাও ভগবান বাচাও, প্রতিক্ষণে বলে বলে।

আমি তো কোনো করিনি অপকর্ম

তবে কেন সংসারে পাইনা ধর্ম।

প্রতিরোজ প্রতিক্ষণ চলেছি তোমাকে ডেকে

মনে মনে শুধু তোমার নামটি লেখে।

আমি তো সাধনায় বাঁচি তোমার নাম নিয়ে

সন্তান আমার ছোটে যে অনেক, বাঁচবে কী দিয়ে।

নগরে মাঝে কাজ না পেলে কী করিব আমি

নেই যে আমার বাচার মতো এক কাটা জমি।

কষ্ট লাগে ভীষণ করে চাচার চোখে জল

কাতর হয় ব্যথা হয় দেহ দুর্বল।

স্রষ্টারের সৃষ্টি যতসব জমি, বিত্তদের দখলে

স্রষ্টা গড়া বিশাল ধরা সব কেড়ে নিলে।

তবে আজ এই ধরায় গরিব বাচবে কীভাবে

ধ্বংস হবে বিশ্ব তবে , মিলেমিশে না হলে সবে।

≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈

কবি পরিচিতি- 

কবি জয়সেন চাকমা, ঠিকানা ব্যাঙমারা, মাটিরাঙ্গা, কবি একজন ইতিবাচক মানুষ হতে চাই। কবিতার মাধ্যমে জীবন এগিয়ে নিতে চাই।

 

 

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*