মনীষী মননে

-শ্যামল কুমার মিশ্র

≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅

কাজী কবি! তোমার প্রয়াণ দিবসে তোমায় যেন আরো বেশি করে মনে পড়ছে

তোমার কবিতা গান আরো বেশি করে প্রাসঙ্গিক হয়ে উঠছে

তোমার মৃত্যু দিনে তোমার স্মরণে

মনীষী চর্চা কেন্দ্র জন্ম নিল

মানুষকে ভালোবেসে মানুষের সাথে চলার অঙ্গীকার বয়ে আনতে চাইল

ত্যাগে তিতিক্ষায় মনীষী চর্চা কেন্দ্র একটু ভিন্ন ভাবে ভাবতে শেখালো

স্রোতের বিপরীতে ভিন্ন এক ধারা যেন…

জানো কবি! সময়টা এগিয়েছে

প্রবহমান জীবনে মুক্ত অর্থনীতি ছায়া ফেলেছে

ধর্মের বেড়াজালে বিজ্ঞান পথ হারায়েছে

বিসর্জিত বিজ্ঞানের ইতিহাস

মূঢ় রাষ্ট্রের ঢক্কানিনাদে বিজ্ঞান বিসর্জিত

‘জাতের নামে বজ্জাতি’ বেড়েই চলেছে

ব্রাহ্মণ্যবাদের অস্থির পদচারণা

তুমি কি শুনতে পাচ্ছ কবি বিলকিসের কান্না

ধর্ষিতা নারীর যন্ত্রণা

পাশবিক এক অত্যাচারের কাহিনী

বিচারের বাণী নীরবে-নিভৃতে কাঁদে

তোমার স্বপ্নের ভারতবর্ষ যমুনার ঘোলা জলে নিমজ্জিত

নীল স্বপ্নগুলো শরতের মেঘের মতো কোথায় হারিয়েছে

জানো কবি!

বড় ভয় করে এ কোন বিজ্ঞান?

ধর্মের মোড়কে ফ্যাসিবাদ সন্তর্পণে পা ফেলেছে…

ওহে মানুষ!তুমি আর একবার চোখ মেল

গর্জে ওঠো!মনীষী মননের আধারে

বীরের এ রক্ত স্রোত সে যে বৃথা যায়!

ক্লান্ত অবসন্ন আমি,

তোমায় আজও স্মরি

রাত্রির নিশীথে পাতা ঝরার মুহূর্তে

কান্না ভেজা বিলকিসের অশ্রু মাঝে

তোমার সহাস্য নয়নে

তেজোদ্দীপ্ত যৌবন মাঝে

নিরন্তর সৃষ্টির অভিলাষে

তুমি আজও উজ্জ্বল…

≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅

কবি পরিচিতি:

সাহিত্যকে ভালোবেসে কিছু লেখার চেষ্টা। কখনো তার প্রকাশ কবিতা, অণুগল্প কিংবা প্রবন্ধে। পূর্ব মেদিনীপুরের এক প্রত্যন্ত প্রান্তে আমার জন্ম। গ্রামবাংলার মেঠোপথে কেটেছে শৈশব। তারপর নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন। লেখার অভ্যাস সেই ছোটবেলা থেকে। রামকৃষ্ণ মিশনে তা এক ভিন্ন মাত্রা পায়। কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রাণরসায়নে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন। বিদ্যাসাগর রিসার্চ সেন্টার আয়োজিত বিদ্যাসাগর প্রবন্ধ প্রতিযোগিতায় দুবার বিদ্যাসাগর মহাশয়ের দৌহিত্র শ্রদ্ধেয় সন্তোষ কুমার অধিকারীর হাত থেকে পুরস্কার গ্রহণের সৌভাগ্য হয়েছে। শিক্ষকতাকে ভালোবেসে ৩৪ টা বছর কেটে গেছে। প্রধান শিক্ষক হিসেবে অন্যতম প্রাপ্তি “দ্রোণাচার্য্য” পুরস্কার। ভালো লাগে পড়তে, লিখতে আর মানুষের মাঝে সময় কাটাতে। আর তাই সৃষ্টি “মনীষী চর্চা কেন্দ্রের” যা মানুষের মধ্যে বিজ্ঞান ভিত্তিক মনন গড়ে তুলতে সদা সচেষ্ট। সাহিত্যের মাঝে বুক ভরে শ্বাস নেওয়াতেই আমার আনন্দ …

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*