বিশ্বজননী দুর্গা
-গৌর গোপাল পাল
≡≡≡≡≡≡≡≡≡≡≡≡≡≡
বঙ্গ জননী দুর্গা হয়েছে বিশ্বজননী আজ!
মা’র মস্তকে উঠিয়াছে হেরি ইউনেস্কোর তাজ!
দশ হাতে ধরি দশ প্রহরণী দুর্গা উঠেছে ক্ষেপে!
অসুরদলনী অসুরে দলিতে প্রকাশে বিশ্বব্যেপে!!
এবার হইতে বিশ্ব দরবারে অকাল বোধন হবে!
সে উৎসবে মাতবে সবাই কেউই না পড়ে রবে!!
অনাথ আতুর ধনী দরিদ্র সকলের তিনি মাতা!
বিশ্বজননী বিশ্বজনের মাথাতে ধরেন ছাতা!!
সেই জননীর এ হেন প্রাপ্তি বিশ্বের দরবারে!
কম কিছু নয় বিশ্ব সভায় বলি তাই বারে বারে!!
দশানন বধে অকাল বোধনে যে দেবীর আবাহন!
ঘরে ঘরে হবে সে মায়ের পূজা দেখবে বিশ্বজন!!
সকলেই রবে এই উৎসবে সবাই সবার পাশে!!
ইউনেস্কোর এই অবদান লেখা রবে ইতিহাসে!!
≡≡≡≡≡≡≡≡≡≡≡≡≡≡
কবি পরিচিতিঃ-
কবি গৌর গোপাল পাল। একাধারে কবি,গীতিকার,ছড়াকার, গল্পকার, পত্রকার ও প্রাবন্ধিক। সাহিত্যের সব শাখাতেই সমান বিচরণ। অলইণ্ডিয়া রেডিও আকাশবাণী কলকাতা কেন্দ্রে অনুমোদিত গীতিকার। ১৯৯১ সালে পশ্চিমবঙ্গ বিজ্ঞানমঞ্চ আয়োজিত বিজ্ঞান বিষয়ক গান রচনায় রাজ্যস্তরে “প্রথম” স্থানের অধিকারী। কেন্দ্র ও রাজ্য সরকারের আর্থিক সহযোগিতায় সেগুলির ক্যাসেটও করা হয়। শতাধিক শিল্পী শ্রীপালের লেখা গানে কণ্ঠ দিয়েছেন। তাদেরই কয়েকজন হলেন- শ্রীমতী স্বপ্না চক্রবর্তী, স্বপন চক্রবর্তী, শ্রীকুমার চট্টোপাধ্যায়, কার্তিকদাস বাউল,নিখিল বিহারী ঘোষ,প্রদীপ্তশঙ্কর মুখোপাধ্যায়, জয়দেব দাস, নাজমুল হক,ঈশিতা মুখোপাধ্যায়, জয়দীপ রায়, সুদেষ্ণা গোস্বামী রায়, সুভাষ রায়( বাংলাদেশ) রাজু নাইয়া,কালাচাঁদদাস বাউল, নিতাইদাস বাউল, রাধাশ্যামদাস বাউল, রিমা পাল,অরিন্দম গুহঠাকুরতা,বিজনবান্ধব দাস,মহাদেবদাস বাউল,শ্রীমতি চিনু সাহা,মিনাক্ষী দাস,অঞ্জলি গোস্বামী,আমিনুর রসিদ প্রমুখ। প্রকাশিত পাঁচখানি গ্রন্থের পাশাপাশি অনলাইন ও অফলাইন মিলিয়ে পাচ-সাতশো পত্র-পত্রিকায় লেখালেখিতো রয়েইছে। রাজ্যের প্রথম শ্রেণীর গোটাকুড়ি দৈনিক যার মধ্যে আনন্দবাজার, সংবাদ,বর্তমান,একদিন,প্রতিদিন,আজবিকাশ,গণশক্তি,আজকাল যেমন রয়েছে তেমনি,দেশ সানন্দা, উনিশকুড়ি,আনন্দলোক,সন্দেশ, তথ্যকেন্দ্র,কিশোর জ্ঞান বিজ্ঞান,জ্ঞান বিজ্ঞান, ভ্রমণ,কম্পিউটার ডটকম, সাইবার যুগ, ইণ্ডিয়া টুডে, দ্য সানডে ইণ্ডিয়ান,নবকল্লোল,শুকতারা, খেলা,প্রসাদ,সুখীগৃহকোণ,সাপ্তাহিক বর্তমান, শারদপত্র,বীরভূমি,উদ্বোধন,অদ্বিতীয়া,মাতৃশক্তিসুস্থ,সুস্বাস্থ্য,কি নেই তালিকায়।