মেরুদন্ডে দন্ডায়মান
-পুষ্পিকা সমাদ্দার
≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅
মেরুদন্ডে দন্ডায়মান সকল প্রাণীকুল,
৩৩টি অস্থির সমন্বয়ে মেরুদন্ড সংকুল।
জন্মকালে তা থাকে সূক্ষ্ম ও শিথিল,
দৈহিক বর্ধনে গড়ে ওঠে তা তিল তিল।
মেরুদন্ডে নির্ভর করে চলছে সব প্রাণী,
এই সত্য বাক্যটি মোরা সকলেই মানি।
নিজ নিজ মেরুদন্ডে সকলে দন্ডায়মান,
এতে দাঁড়িয়ে আমৃত্যু চলে জীবের অভিযান।
আমাদের উপর কী মেরুদন্ড নির্ভর
নাকি আমরা তার উপর দেই নিজের ভর?
আমি বলতে আমি যে শুধু দ্রষ্টা ও দৃষ্টি
আমার অস্তিত্ব তবে কী কেবল অনাসৃষ্টি!
আমার আমার সর্বকিছু আমি তবে কে?
মেরুদন্ড চোখ,কান,হৃদয় সর্বত্র আমাতে
বিরাজমান যে,দেহের সকল অংশ আমার হতে করলে ভিন্ন
মনন শক্তিকে জাগ্রত করি আমি শুধু নিজের জন্য।
চৈতন্য ফিরে আসে কারো স্পর্শ দ্বারা
হাটি চলি দাঁড়িয়ে রই মেরুদন্ডে মোরা,
দেহের যন্ত্রগুলি কাজ করছে অনবরত,
তার দ্বারা আমার অস্তিত্ব বজায় রাখি
প্রতিনিয়ত।
≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅
কবির পরিচিতি–
আমি পুষ্পিকা সমাদ্দার সামান্য গৃহবধূ, নিবাস কলকাতার নাকতলা অঞ্চলে। কবিতা লিখতে ও পড়তে ভালো বাসি আরও ভালোবাসি সেবা মূলক কাজ করতে, একটি সংস্থা সনে যুক্ত আছি বেশ কয়েক বছর, লেখনী মাধ্যমে নিজের মনের ভাব প্রকাশ করি।