সুখেই আছি

-শ্রী শ্রাবণ চন্দ্র রায়

⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔

হোক না আমার কুঠির বসত

হোক না ভাঙ্গা চাল

রোদ, ঝড়েতে সুখেই আছি

নিত্য কাঁটিয়া কাল।

ভাঙ্গা চালের ছিদ্র দিয়ে

আসছে কত রোদ?

বৃষ্টি যেন বর পেয়েছে

ঝারছে সকল ক্রোধ।

চার পায়েতে দাঁড়িয়ে আছে

ছাউনি মাথায় মোর

বিষাদ যেন পালিয়ে গেছে

আলো আসাতে ভোর।

উনুন ঘরে বাস করে যে

গোবর ঘুটে, খড়

গিন্নি আমার দিচ্ছে করে

সকল কিছুকে পর।

মা-বাবা আর ভাইয়ের সাথে

কাঠছে কত রাত!

বোনটি আমার ঘুমিয়ে থাকে

যদিও ভাঙ্গা খাট।

মুঠো দু-এক চালের ভাতে,

কাটছে পুরো দিন

তবু যেন সুখেই আছি

নিত্য প্রতিদিন।

⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔

কবি পরিচিতি- 

শ্রী শ্রাবণ চন্দ্র। জন্ম ২০০৪ সালের ২৭ ই ফেব্রুয়ারি রংপুর জেলার গংগাচড়া উপজেলার দ.কোলকোন্দ বাবুপাড়া গ্রামে। পৈতৃক নিবাস নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার মেলাবর গ্রাম। পিতাঃ মৃত; কল্যাণ কুমার রায়, মাতাঃ শ্রী মতি ললিতা রানী। ২০২১ সালে কোলকোন্দ মোহাম্মদ আলী মেমরিয়াল উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে ম্যাট্রিক পরিক্ষা দিয়ে সম্মানের সহিত উওীর্ন হন।বর্তমানে গংগাচড়া সরকারি কলেজে একাদশ শ্রেনিতে অধ্যায়নরত আছেন। দায়িত্ব নেওয়া , মানবসেবা করা, অসহায়ের পাশে দাঁড়ানো, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে ভালোবাসে। তাঁর উল্লেখযোগ্য কবিতাগুলো হলোঃ নিন্দুকেরি পরাজয়, প্রতিবাদ, বীর,পথ- মানব, বাবার মৃত্যু, মোরা দুইভাই( হিন্দু- মুসলিম), চাষার দুঃখ, মানুষ, আমিও কেঁদেছিলাম,নিয়ম-শৃঙ্খলা,ঝরা ফুল,কোকিলের মিছে কথা, যত মত-তত পথ,শিক্ষাগুরুর বিদায় সংবর্ধণা, আমি ভিক্ষুক, জীবন তরী, মুখোশ, কালচক্রি,তোমার দেখা প্রিয়, দূরন্ত বালক, সহপাঠী, আমারই আমি, শৈশবকাল, সবাই ব্যাস্ত, তোমার কলম, গ্রামের ছাওয়া, আমাদের গ্রাম, বন্যায় বানভাসি, বর্ষাকাল ইত্যাদি। ভারতের উওরবঙ্গের স্বনামধন্য সাপ্তাহিক ই ম্যাগাজিন” ডাহুক- কাব্য সমাজ ” এ প্রথম “প্রতিবাদ” কবিতাটি রচিত হয়।

তাঁর অবিরাম চেষ্টা গরীবের মুখে হাঁসি ফোটানো। ক্ষমতার আধিপত্যে বিরাজিত অন্যায়কারীদের মুখোমুখি জবাব দেওয়াই প্রবল ইচ্ছা। “বাবার মৃত্যু” কবিতাটি তাঁর বাবাকে উৎসর্গ করে লেখা।।

 

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*