পথশিশু

-রাজীব দত্ত

⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔

ছোট্ট ছেলেটাকে দেখি প্রতিদিন,

উলঙ্গ শরীরে বসে থাকে ফুটপাতে।

আশা নিয়ে বসে থাকে ও,

দুমুঠো খাবার যদি কেউ দেয় ওর পাতে।

ছোট্ট পেটটি খিদের জ্বালায়,

উত্তক্ত করে ওকে।

তবু কষ্ট হলেও বলে না ও,

চুপচাপ বসে থাকে ।

দুমুঠো খাবার যদি কেউ দেয় ওকে,

মুখে ফুটে ওঠে,

অমলিন হাসি।

ফুটপাতের শিশুদের,

জীবনটা কাটে এভাবেই।

জানে না ওরা,

কি অপরাধে এক পেট খিদে নিয়ে,

বসে থাকতে হয় ওদের।

মা-বাবা সব সময় জোটাতে পারে না খাবার।

তবুও কোন অভিযোগ নেই,

নেই কোন অভিমান।

জন্ম থেকেই লড়ছে ওরা,

কঠোর বাস্তব,

ওদের শিখিয়েছে অনেক কিছু।

বেঁচে থাকার লড়াইটা

অনেক সহজ করে নিয়েছে ওরা।

ফুটপাতেই জন্ম ওদের,

ফুটপাতেই হয় সব শেষ।

খিদের জ্বালায়,

জীবন যুদ্ধে লড়ে ওরা।

তবুও ওদের মুখে,

নিষ্পাপ হাসি,

যার ভিতরে লুকিয়ে আছে,

দুঃখ কষ্ট অপরিসীম।

জীবনের যন্ত্রণা জয় করেছে ওরা,

তাইতো সহজে ভেঙে পড়তে জানে না।

জীবনের এই লড়াই কিভাবে করতে হয়,

তা ওদের কাছেই শিখতে হয়।

কালবৈশাখীর রাতে,

সবাই যখন বন্ধঘরের,

ভিতর থেকে উপভোগ করে ঝড়।

ফুটপাতে ওই

ছোট্ট শিশুরা

অসহায় হয়ে,

ছেঁড়া ত্রিপল চাপা দিয়ে,

ছোট্ট শরীরটাকে, বাঁচাবার চেষ্টা করে, বৃষ্টির হাত হতে।

অন্ধকারকেও,

জয় করে ওরা এভাবেই।

জানে না ওরা কার অভিশাপে,

ওদের নেই কোন আশ্রয়।

শীত গ্রীষ্ম বর্ষাতেও,

এভাবেই ওদের লড়তে হয়।

মানুষ হয়ে জন্ম নিয়েও,

সমাজে বঞ্চিত ওরা।

হে নিষ্ঠুর পৃথিবী,

ওরা জবাব চায়,

জবাব চায়,জবাব চায়,

কেন ওদের এই পরিণতি!!

⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔

কবি পরিচিতি- 

রাজীব দত্ত কলকাতায় সাংবাদিকতার সঙ্গে যুক্ত। বহুদিন ধরে কবিতা চর্চা করেন। তার দুটি কবিতার বই আছে। কলকাতা থেকে প্রকাশিত। একটির নাম কবিতার ভুবন। অন্যটির নাম কবিতা ঘর।

 

 

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*