এসো মাগো রুদ্ররূপে

-সত্যজ্যোতি রুদ্র

⊆⊇⊆⊇⊆⊇⊆⊇⊆⊇⊆⊇⊆⊇⊆⊇⊆⊇

কাশের বনে লাগল মাতন শিউলি ঝরে ওই,

মা শিবানী আসবে জানি মালা গেঁথে রই।

শিউলি ঝরা শারদপ্রাতে ফুল কুড়ানোর ধুমে,

সকাল-সন্ধ্যা কণ্ঠে জড়ায় খোঁপার বাঁধন চুমে।

আসছে পূজা, দশভূজা শ্রী চণ্ডিকা দুর্গা,

পূজার বেদী ভরবে থালায় নৈবেদ্য-ফুল-দুর্বা।

আদ্যাশক্তির আগমনে সাজবে পূজার বেদী,

পঞ্চভূতে শঙ্খনিনাদ বাজবে অন্তর ভেদী।

ভক্তিগীতির সুরে সুরে ঢাকের তালে তালে,

গৌরচন্দনে আঁকবে তিলক নরোনারীর ভালে।

উচ্চবিত্তের সাজ পোশাকে গমগম রাস্তা-ঘাট,

নিম্নবিত্তের চিত্তে দুলছে দুখের ফেরিঘাট।

আগমনীর গান গেয়ে সব হবে আত্মহারা,

দীনদুখীদের চোখের জলে সিক্ত হবে ধরা।

নাও ভাসিয়ে ঢেউয়ের তালে আসবে যবে মাতা,

সর্ষেক্ষেতে ভূত তাড়াতে ভুলো না একদম তা।

নরাসুরগন সেজে আছে নিত্য কপট সাজে,

মুখোশ পরে চষে বেড়ায় সভ্য গনের মাঝে।

হর্ষ-সুখের বার্তা নিয়ে এসো মাগো ধরায়,

এসো মাগো রুদ্র রূপে অসুর যেন ডরায়।

⊆⊇⊆⊇⊆⊇⊆⊇⊆⊇⊆⊇⊆⊇⊆⊇⊆⊇

কবি পরিচিতি–

সত্যজ্যোতি রুদ্র (সহকারী শিক্ষক), কণ্ঠশিল্পী, সুরকার ও গীতিকার, বাংলাদেশ বেতার ও টেলিভিশন, চট্টগ্রাম। উপজেলা– চকরিয়া,জেলা– কক্সবাজার,বাংলাদেশ।

 

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*