স্বপ্ন ছুঁতে গিয়েছিলাম
-মোঃ হাবিবুর রহমান
⊆⊇⊆⊇⊆⊇⊆⊇⊆⊇⊆⊇⊆⊇
স্বপ্ন ছুঁতে গিয়েছিলাম স্বপ্ন নামের দেশে
অনেক কষ্টে পৌঁছেছিলাম
আমি তারে দেখতে পেলাম
হঠাৎ দেখি স্বপ্নটা মোর দূরে কোথা মেশে।
জন্মে গরীব ঘরে আমার দুখ সরে না যেন
একটুখানি সুখের আশে
ঘুরি আমি ট্রেন ও বাসে
হাওয়াই গাড়ি চড়ে হেথা শান্তি নাই রে হেন।
বাবা মায়ে বড় ভাইয়ে করেন তাঁরা আশা
লেখাপড়া শিখবো আমি
কেটে যাবে দুখের যামী
একদিন সবাই বানাবো এক সুখের একটা বাসা।
থাকি আমি পরের বাড়ি ছেলেমেয়ে পড়াই
থাকা খাওয়ার অভাব নাই রে
সময় আমি নাহি পাই রে
কোন মতে পাশ করিয়া চাকরিতে না গড়াই।
দিনের শেষে অবশেষে যোগ বিয়োগে সমান
লাভের গুড়টুক পিঁপড়ে খেলো
জীবন হলো এলোমেলো
যেন তেন আমি আছি পেলেন কিন্তু প্রমান।
আশা কেহ করো নাকো আশার চেয়ে বেশি
সীমার মধ্যে থাকা ভালো
তাতে কিছু পাবেই আলো
প্রেমে কভু পড়ো নাকো যিনি স্বর্ণকেশী।
স্বপ্নে তুমি তাকেই দেখো যাকে ছুঁলে পাবে
হৃদে তোমার আছে স্বপন
মন ভূমিতে করো বপন
জীবন শেষে হর্ষ চিত্তে সুখেরই গান গাবে।
⊆⊇⊆⊇⊆⊇⊆⊇⊆⊇⊆⊇⊆⊇
কবি পরিচিতি:
মোঃ হাবিবুর রহমান। ১৯৬১ সনে (স্কুল শিক্ষকের মতে) বাংলাদেশের স্বনাম ধন্য জেলা মাদারীপুরের এক নিভৃত জনপদ কুমড়াখালী গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে কবির জন্ম। বেড়ে ওঠা গ্রামেই। তিনি দর্শন বিষয়ে সম্মান ও এমএ ডিগ্রী অর্জন করেন। সুদীর্ঘকাল বিশ্বখ্যাত বেসরকারী সংস্থা ব্র্যাকে শিক্ষা কর্মসূচিতে কর্মরত ছিলেন। বিবাহিত। দুই সন্তানের জনক। ছোটবেলায় একটু আধটু লেখার অভ্যাস ছিল। অবসরে এসে কাব্য চর্চায় পুরোপুরি মনোনিবেশ করেন। ইতিমধ্যে পাঁচ শ-র বেশি কবিতা লিখেছেন। তিনি কবিতার পাশাপাশি গল্প ও প্রবন্ধ লিখে থাকেন। বর্তমানে ঢাকা শহরে বসবাস করছেন।