সংকীর্ণতা হারিয়েছে প্রফুল্লতা
-আবুল হাসমত আলী
≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅
ওই যে মহাকাশ! ওর তো কোন সীমা নাই।
কল্পনাকে কখনো সীমিত করা যায়?
মানুষের সুখ যেমন অফুরন্ত,
তার দুঃখও তেমনি অনন্ত।
মানব মস্তিষ্কের চিন্তার কি কোন শেষ আছে?
মানুষের জ্ঞান-বিজ্ঞান কি থেমে গেছে?
মানব জীবনের কষ্টের শেষ কোথায়?
সেসব চিন্তা করে, মানুষ ধর্মে বুঁদ হয়ে যায়। ইতিহাসের শেষ তোমরা দেখেছো কি?
পরিমাপ করতে পারো কি? সক্রেটিসের জ্ঞান বুদ্ধি?
মানুষের বুকভরা ভালবাসার পরিমাণ কত?
সেটা কেউ আমায় একটু বুঝিয়ে বলতো।
মুক্তমনা মানুষের চিন্তার কোথায় শেষ সীমানা?
ভাবতে পারো, বিদ্যাসাগরের কতটা মহানুভবতা?
তবে কেন? তোমার আমার মনে এত সংকীর্ণতা?
আর সংকীর্ণতার কারণেই কি পৃথিবীর মুখে নাই প্রফুল্লতা?
≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅
কবি পরিচিতি:
আমি, আবুল হাসমত আলী, পিতা- সেখ আতর আলী, মাতা- ইন্নান্নেসা বিবি, ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান জেলায় বাস করি। আমার গ্রামের নাম ‘এরুয়ার’ যেটা ভাতার থানার অন্তর্গত। আমি ১৯৭৪ সালের ৩রা ফেব্রুয়ারি জন্মগ্রহণ করি। আমি প্রকৃতি ভালোবাসি, ভালোবাসি পৃথিবীর মানুষকে ও জীবজগতকে। আমার কাছে ধর্ম মানে মানবিকতা। তাই মানুষের মর্যাদা হানি আমাকে সর্বদা পীড়া দেয়। পৃথিবীর সকল মানুষের সুষ্ঠ শান্তিপূর্ণ জীবনের আমি প্রত্যাশী।