খয়বারের সংসার
-আজম আহম্মেদ
⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔
খয়বার সংসার কি হলো সারা
খেয়েছো বুঝি বউ এর তারা।
মনটা যে বেজায় ভারী
ঠিক হইছে বউয়ের সাথে আড়ি।
ঘাপটি মেরে বসে আছো
বিড়ি টানো আর কইসে কাশো।
বউ তো না ভাই বিচ্ছ পোকা
আল্লার বিয়ানে ধরে বকা।
মিন্সে তোর কইলজে খাব
ঝাটার বাড়ি মুখে মারবো।
আরো খাবো মাথা
আরোরে ভাই কতো বকা বলতে মন বাধা।
দোষের ভিত ভাই কিনি শাড়ি
খামচে দিসে মুখের দাড়ি।
খয়বার বাঁচতে হলে কেনো শাড়ি
আর বউয়ের সাথে ছেড়ে দাও সকল আড়ি।
কি আর কবো
কত কাল আর এমন সবো।
তাইরে ভাই পরের মেয়ে ঘরে এলো
সোনার শরীর শশান হলো।
চৌ দিকে আগুনের বেড়া
দেহের রস সব গেছে বারা।
যাওয়ার কোন রাস্তা নাই
শান্তি ঘরে বাঁধ পরেছ জলে পুরে হলাম ছাই।
⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔
কবি পরিচিতিঃ-
নামঃআজম আহম্মেদ,শিক্ষাগত যোগ্যতা ঃ-বি এস এস,।।।হোমিওপ্যাথি ঃ- ডি এইস এম এস।ঠিকানা ঃকুষ্টিয়া কুমার খালি, শিলাইদহ।