শিশুরা আজ
-পুষ্পিকা সমাদ্দার
≈≈≈≈≈≈≈≈≈≈≈
দেশের ভবিষ্যৎ শিশুরা আজ
ফুটপাতে কেন শোবে,
বিনা অন্নে ছিন্ন বস্ত্রে তারা
কেন এতো কষ্ট পাবে!
মোর ঘরের শিশু কত যত্নে
লেখাপড়া যে শেখে,
ফুটপাতে বসে ক্ষীণ আলোতে
ওরা কষ্ট করে লেখে।
আমরা জানি শিশুমন
বড় নিষ্পাপ হয়,
ভেদাভেদের অর্থটা তারা
বুঝবে কী করে হায়!
পথের ধারে তাদের বাটি হাতে
নিত্য দেখা যায়,
এইসব শিশুদের ভবিষ্যৎ
কী বলতে কেউ না চায়।
পথের শিশুরা আজ যে
বড়ই অসহায়,মোদের
সমাজ ব্যবস্থা না পাল্টালে
ওদের জীবন হবে ক্ষয়।
স্কুল পোশাকে শিশুদের ঐ
চনমনে দেখা যায়,
বড় হবার এক বিশাল স্বপ্ন
শিশুর অভ্যন্তরে রয়।
≈≈≈≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিত –
আমি পুষ্পিকা সমাদ্দার কলকাতার নাকতলা অঞ্চলের বাসিন্দা,সাহিত্য পছন্দ করি, তাই নিজেকে এই জগতে বেধে রাখতে চাই অনুক্ষণ, চলমান জীবন নিত্য সকল কর্মের সাথে লেখালেখিটাকে জীবনে একটা অঙ্গ করে নিয়েছি,কলম হাতে নিয়ে কিছু নতুন লেখার চেষ্টা করি যা প্রত্যহ জীবনে চলছে কলম ও কাগজ আঁচড় কেটে নিজের মনের কিংচিৎ কথা লিপিবদ্ধ
করি, সেবামূলক কাজ করতে ভালোবাসি, জীবনে আরও কিছু করার প্রয়াস রাখি।
খুব সুন্দর হয়েছে লেখা টা।