যায় যায় দিন
-সত্যজ্যোতি রুদ্র
≅≅≅≅≅≅≅≅≅≅≅≅
আমি আছি প্রাণটা আছে এটুক শুধু জানি,
আমি বাঁচি,প্রাণটা বাঁচে শুনে আশার বাণী।
দেবার ইচ্ছে আছে যত নিতে জানলাম নাতো,
অবহেলায় অনাদরে মনকে করলাম ক্ষত।
দারাসুত-ভাই-বন্ধু সব আপন-আপন ভাবি,
আপন ঘরের কপাট বাঁধা হয়না পূরণ দাবী।
প্রবঞ্চকের রোষে পড়ে কাটে দিন-রাত যত,
আমি যে নই তাদের দলে ঠিক তাদেরই মতো।
পরের দুখে আমি কাঁদি দুখে ভাসাই তরী,
আপন বুকে আঘাত হানি আহা মরি মরি!
পলে পলে চোখ ধাঁধানো দেখি সাঁঝের বেলা,
নিন্দুকেরই মহোৎসবে আবোলতাবোল খেলা।
আঁধার ঘরে পিদিম জ্বেলে দেখলাম কতই বাহার,
অন্নপূর্ণার ঘাটে তবু মিটলো নাতো আহার।
দান দক্ষিণায় পূর্ণতা পায় কৃপাভিক্ষার থলে,
জীবন তরী ভাসাই ঘাটে কেঁদে অশ্রুজলে।
ঠাকুর ঘরে থরে থরে ভোগ-নৈবেদ্যের থালা,
আহার-নিদ্রা ভুলে রইলেম বাড়ে শুধুই জ্বালা।
কাছে টানলাম আত্মীয়জন সাথে হৃদয় রাণী,
আমায় নিয়ে চলে তাদের নিছক কানাকানি।
≅≅≅≅≅≅≅≅≅≅≅≅
কবি পরিচিতি-
সত্যজ্যোতি রুদ্র, (সহকারী শিক্ষক), কণ্ঠশিল্পী, গীতিকার ও সুরকার, জেলা–কক্সবাজার,চট্টগ্রাম