ইলিশ মাছ

-অনিল কুমার পাল

≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅

চাঁদপুরে মেঘনার ঘাটে ইলিশ ধরা পড়ে

জাতীয় মাছ ইলিশ খেতে সুস্বাদু বটে।

পদ্মা, মেঘনার মোহনায় ইলিশ মাছ,

জেলেদের জালে পড়ে ধরা ঝাঁকে ঝাঁক।

মেঘনাপারের জেলেরা সারা বছর মাছ ধরে,

রুজি রোজগার করে ইলিশ মাছ ধরে।

গভীর জলের মাছ ইলিশ প্রতি বছর

মা ইলিশ ডিম ছাড়িবার তরে উজানে আছে।

মেঘনা হয়ে গোয়ালন্দে ডিম সব ছাড়ে,

মৎস্য বিজ্ঞানীরা গবেষণায় ডিম দেয়ার সময় দেখে।

তাইতো নির্দিষ্ট সময় তারা অবরোধ ডাকে,

অবরোধে সব ইলিশ মাছ ধরা নিষিদ্ধ থাকে।

লক্ষ লক্ষ ডিম পাড়ে মা ইলিশ,

বড় ধরনের পরিবর্তন এসেছে ইলিশ মাছের।

জাটকা নিধন যদি না করি মোরা

ইলিশের চাহিদা পূরণ হবে আমাদের দেশের।

বিদেশেতে পদ্মার ইলিশের ব্যাপক চাহিদা আসে,

তাইতো আমরা মৎস্য নির্ভরতা করেছি অর্জন।

বৈদেশিক মুদ্রা অর্জন ইলিশ করে চালান।

সচেতন হই মৎস্য আইন মেনে অন্যায় করি বর্জন।

≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅

কবি পরিচিতি-

অনিল কুমার পাল পিতা মৃত দ্বিজ পদ পাল মাতা মৃত রেনু বালা পাল। তিনি মাগুরা জেলার অন্তর্গত পুটিয়া গ্রামে (বাংলাদেশ) ১৯৬৬ সালের দশই জানুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি এখন একটি বিশেষায়িত ব্যাংকে অডিটর হিসাবে কর্মরত আছেন। তিনি বিভিন্ন গ্রুপে অবসরে লেখালেখি করেন এবং পাঠ করেন। তার কয়েকটি যৌথ কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে।

 

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*