শিশু-আলোর উৎসধারা
-বিজয়া মিশ্র
≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅
দল বেঁধে ওরা ফুলের পাপড়ি যেন
এক একটি মুখে অনেক কথার খই,
কী অপূর্ব সারল্য উপচে পড়ে
সুযোগ পেলেই করে উঠে হৈ চৈ।
কত জিজ্ঞাসা ওদের দুটো চোখে
কথা বিনিময় একটুকু অবসরে
গানের ছন্দে মেতে ওঠে এক মুহূর্তে
প্রকৃতির রঙ ওদের চাহনি জুড়ে।
অনেক শিশুই সঙ্গ পায়না কারো
অনেক শিশুই নিরন্ন বহু দিন
অনেক শিশুই শ্রম যাপনের ভিড়ে
শোধ করে রোজ মানুষ হবার ঋণ।
হাটে মাঠে পথে যে শিশুর দেখা পাই
ঠিকানা বিহীন কাটায় পথের ধারে
কেউ বা তাদের অবজ্ঞা ছুঁড়ে দেয়
কেউ কিনে নেয় শ্রমটা জলের দরে।
মুখ-মুখোশের তফাৎ বোঝার আগে
পথে অনেকটা সারল্য যায় হারিয়ে
খুব কম শিশু ফেরে জীবনের দ্বারে
নিজ প্রচেষ্টা দিয়ে পৌঁছায় জয়ে।
ওরা আমাদের ভবিষ্যতের আয়না
কী যে দিলাম হিসেবটা গোলমেলে
আজ যে রশ্মি ওদের যত্ন দেবে
সঠিক হলে কখনো যাবে না জলে।
≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅
কবি পরিচিতি:
আমি বিজয়া মিশ্র। আদি নিবাস পূর্ব মেদিনীপুরের একটি গ্ৰামে। গ্ৰাম্য উন্মুক্ত পরিবেশের বৈচিত্র্য মাঝে আমার বেড়ে ওঠা, লেখাপড়া এবং লেখালেখির সূত্রপাত ।স্কুল শেষ ক’রে কলেজ, বাংলা বিভাগে স্নাতক,জুনিয়র বেসিক ট্রেনিং-সরিষা রামকৃষ্ণ মিশন থেকে, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বি এড, এবং অন্যান্য কিছু ডিপ্লোমা, ডিগ্ৰী ও ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন বেঙ্গল থেকে সোস্যাল স্টাডিজ নিয়ে পড়াশুনা, মেডিকেল এরিয়ায় শিক্ষিকা ও অন্যান্য পদে অন্ততঃ পনের বছর অতিবাহিত ক’রে বর্তমানে প্রধান শিক্ষিকা হিসেবে কর্মরতা এবং কলকাতার যাদবপুরে বসবাস করি।