যাবার কালে
-গৌর গোপাল পাল
≅≅≅≅≅≅≅≅≅≅≅≅
জীবনতো সব ফুরিয়ে এল
রইল সবই বাকি!
ভাবনাগুলোও এলোমেলো
কাদের নিয়ে থাকি!!
সারা জীবন নিজের ছাড়া
কিছুই বুঝিনি নাই!
আজও একই জীবন ধারা
ভাবছি বসে তাই!!
ক’দিন আছি এই ভবে আর
এখন সে সব ভেবে!
ঘুরছে মাথা এখন আমার
সেই হিসেব কে নেবে!!
পার ঘাটাতে এসেই যখন
পড়ছে মনে সব!
তুমিই ছিলে আমার স্বপন
সকল অনুভব!!
আমার কেন দোষ ধরছো
কি দোষ বলো আছে!
কাজটা ঠিক ভাল করছো
শুধাই তোমার কাছে!!
উত্তর তারই নেইকো জানা
সবই তুমি বোঝ!
তাই শোনো না কারোর মানা
অন্যের দোষ খোঁজ!!
যা খুশি যার করুক সে তার
তোমার কিসের আড়ি!
একচোখোমি বিচার তোমার
মানতে ক’জন পারি!!
সে সব কথা বলবো কতো
চোখের জলে ভাসি!
তাইতো সবাই নিজের মতো
চলতে ভালবাসি!!
যাবার কালে তুমিই যে সব
পাই না ভেবে কিছু!
স্তব্ধ যে তাই মোর কলরব
ঘাড়টি করি নীচু!!
≅≅≅≅≅≅≅≅≅≅≅≅
কবি পরিচিতিঃ-
কবি গৌর গোপাল পাল। জন্ম- ২৭শে মার্চ ১৯৫৫ সাল। পিতা- দুকড়ি পাল। মাতা- ফুলেশ্বরী পাল। পৈতৃক ভিটা গোবিন্দপুর। বর্তমানে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলার বাকুল গ্রামের স্থায়ী বাসিন্দা। সাহিত্যের কম-বেশি সব শাখাতেই অবাধ যাতায়াত। অন লাইন অফ লাইন মিলিয়ে দেশ-বিদেশের পাঁচ-সাতশো পত্র-পত্রিকায় লেখালিখি। পাঁচখানি প্রকাশিত গ্রন্থ রয়েছে।আকাশবাণী কলকাতা কেন্দ্রের অনুমোদিত গীতিকার।ভারত সরকারের সঙ্গীত ও নাটক বিভাগের পাশাপাশি রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের গানও রচনা করার অভিজ্ঞতা যেমন রয়েছে তেমনি পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চে বিজ্ঞান বিষয়ক গান লিখে রাজ্যস্তরে ‘প্রথম’ হওয়ার যোগ্যতাও রয়েছে।