একটি হলুদ চিঠির গোপন রহস্য

-অভিজিৎ হালদার

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

বহু দিন পর চোখ পড়ল

নীল ডায়েরির ভিতর ভাঁজ পড়া একটি হলুদ খামের চিঠির ওপর

আজ থেকে কয়েক যুগ আগে যেটা লেখা হয়েছিল

আমার উদ্দেশ্যে….

ডায়েরির মাঝ-বরাবর একটা লাল ফিতার সংকেতে

এতদিন চিঠিটি জীর্ণ অবস্থাতেই ছিল।

চিঠিটি হাতে তুলে নিতেই মনে পড়ে গেল

বেশ কয়েক যুগ আগের কাহিনী

যখন দেশজুড়ে যুদ্ধ মহামারী দুর্ভিক্ষ সবে শুরু

ঠিক তখনই চিঠিটি লিখেছিল এক ফরাসী বিপ্লবী

অস্টিন ফ্রিনলিস

চিঠিটি ফরাসী ভাষায় লেখা হয়েছিল

যেটিকে বাংলায় অনুবাদ করলে দাঁড়ায়

‘বিপ্লব ও হত্যাকারী ‘ — অবশ্যই এটি শিরোনাম ছিল

যার প্রতিটি অক্ষর যেন এক একটি বিপ্লবীদের হত্যা করতে সক্ষম

এমনই শক্তিশালী সব শব্দ।

হেমন্তের বিকেলে শুকনো গাছের পাতা ঝরে যাচ্ছে

দেখেছি কেবলি :

আকাশের পানে তাকালে মনে হচ্ছে মেঘেরা সব যুদ্ধে লিপ্ত

বহু বিনিদ্র রজনী হাতের মুঠোয় বন্দী থাকার পর

আজ তারা মুক্তি পেতে চাই !

আজ আমি বিপ্লবীর পোশাকে রঞ্জিত

হাতে রাইফেল কাটুজ

সবই যেন ধূলিসাৎ হয়ে যাচ্ছে চোখের পলক ফেলতে ফেলতে।

এমনই সব কথাই ভরানো চিঠিটি

যা আমার নিশ্বর ভাবনাকে বাড়িয়ে তোলে অবিরত।

চিঠিটির শিরোনাম এমনি এক ভাবনাকে জাগরিত করে

যা সমস্ত পৃথিবীর যুদ্ধের মানচিত্র জ্বালিয়ে দিলেও

কে সেই হত্যাকারী তাঁকে খুঁজে পাওয়া যায় না !

এটাই এক অদ্ভুত গোপন রহস্য লুকিয়ে আছে চিঠিটির ভিতর

যা নীল ডায়েরির ভিতর থেকে যায় আজও।।

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

লেখক পরিচিতি:-

লেখক অভিজিৎ হালদার এর জন্ম নদীয়া জেলার অন্তর্গত মোবারকপুর গ্রামে। স্কুল থেকেই লেখালেখি করতে পছন্দ করে তাই তো বিভিন্ন পএ পত্রিকায় লেখালেখি করে থাকে। বর্তমানে তিনি নদীয়া জেলার অন্তর্গত মাজদিয়াতে অবস্থিত সুধীরঞ্জন লাহিড়ী মহাবিদ্যালয়ের তৃতীয় বর্ষের অনার্সের ছাত্র। লেখকের প্রথম কবিতার বই -” প্রথম আলো (২০২১)

~ লেখক মূলত বিভিন্ন ধরনের লেখালেখি করে থাকে। ছোট গল্প ,বড়ো গল্প এছাড়া মাঝে মধ্যে উপন্যাস কিংবা নাট্যগল্প এছাড়াও অন্যান্য কিছু লিখে থাকে।

 

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*