আমি বৌদ্ধ ধর্মাবলম্বী

-জয়সেন চাকমা

⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔

আমি এসেছি অঝাপাতের বর্ণের থেকে

এসেছি গাই মাত্তে হরগ, নাদ, মার্যা থেকে।

আমি চাকমা আদিবাসী

আমার নিজস্ব সংস্কৃতি, লোকসাহিত্য ও ঐতিহ্য আছে

আমরা সিলুম,ধুতি, পিনোন, হাদি পরিধান করি।

আমি হেটেছি বহুপথ বিজুর রীতিতে

আমি পৌঁছেছি পাহাড় ঝর্ণা ধারায়,

শুনে এসেছি গীংগুলি গীত সাহিত্য,

চাকমাদের ৪৬ গোজার মধ্যে আমি মুলিমা গোজার গোষ্ঠী,

আমি বাঁচি তার প্রদীপে

পাহাড় পর্বত ঝর্ণা নদীর পথ পেরিয়ে

আমি হেটে চলি চাকমা জাতির রীতিতে।

⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔

কবি পরিচিতি :

জয়সেন চাকমা, জন্ম: ০৪ মে ২০০৬ সালে পার্বত্য খাগড়াছড়ি জেলায় মাটিরাঙ্গা উপজেলায় সদর ইউনিয়ন ০৪ নং ওয়ার্ড ব্যাঙমারা পাড়া গ্রাম। শিক্ষা: সাপমারা সারকরি প্রাথমিক বিদ্যালয় হতে পি.এস.সি পাস করেন (২০১৭)। সেন্ট প্যাট্রিক আলুটিলা জুনিয়র হাই স্কুল হতে অষ্টম শ্রেণি পাস করেন (২০২০)। মাটিরাঙ্গা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান বিভাগে ২০২৩ এসএসসি পরিক্ষার্থী। গ্রন্থ : কবির প্রথম কাব্যগ্রন্থ স্বপ্নময় ডায়েরী যৌথকাব্য গ্রন্থ (২০২২) বইমেলা। একক কাব্যগ্রন্থ চাকমা ভাষায় রচিত তিনসুধো কাব্যগ্রন্থ রান্যেফুল রয়েছে। (২০২২) সম্মাননা: অনলাইন থেকে শতাধিক সাহিত্য সম্মাননা সনদ অর্জন করেছেন। সময়ের সুর সাহিত্য একাডেমী থেকে ছড়া প্রতিযোগিতায় ইভেন্ট ৪ এ প্রথম বিজয়ী হিসেবে দুইটি বই ও সম্মননা সনদ পেয়েছেন।কবি ছোটোবেলা থেকে লেখালেখি করতেন। তার বোন কবি অন্তি চাকমা অনুপ্রেরণায় কবিতা, ছড়া লেখালেখি সাহিত্য জগতে প্রবেশ করা। কবির কবিতা বিভিন্ন পত্রিকা, ই-পেপার, গুগল ব্লগে প্রকাশিত। কবি কবিতা লিখতে বড্ড ভালোবাসেন। তার মনে প্রবল ইচ্ছে আছে বই প্রকাশ করার। কবি অভিনয় করতেও ভালোবাসেন। নেত্রজল সাহিত্য ম্যাগাজিনে মাটিরাঙ্গা উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করছেন।

 

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*