বিচারের বাণী

-ইন্দিরা দত্ত

∼∼∼∼∼∼∼∼∼∼∼∼

কলিকালে দেখি হায় জ্ঞানীগুণী যারা,

উচ্চবিত্ত মূর্খ যত মান পায় দেশে।

জ্ঞানীর মেলে না মান অসহায় তারা!

অর্থের দম্ভেতে মূর্খ থাকে হেসে হেসে।

জ্ঞানীগুণী ব্যক্তি যারা তারা অসহায়,

নিজ সম্মান বাঁচাতে চুপ করে রয়।

মূর্খের সঙ্গেতে থেকে করে হায় হায়,

প্রতিকার নাহি এর জ্ঞানী লোকে কয়।

শিক্ষার কদর নাহি কেবলি দুর্নাম,

ঠেলাঠেলি হানাহানি দেখো সবে করে।

গুণীর দেখি না আজ আছে কোন দাম,

দুখ জ্বালা বুকে নিয়ে ভগবানে স্মরে।

অর্থের দাপটে মূর্খ আজ দেশে সেরা,

অসহায় গুণীদের চোখে জল ঝরে।

গুণীর জীবন আজ অন্ধকারে ঘেরা,

মূর্খের রাজত্ব করে দেখি প্রতি ঘরে।

জ্ঞানী যারা মাথা ঠোকে ঘরে বসে আজ,

আদালতে দেখি হায় উকিলের ফাঁদে।

ছলে বলে কৌশলেতে নেতাদের রাজ,

বিচারের বাণী সেথা নিভৃতে যে কাঁদে!

∼∼∼∼∼∼∼∼∼∼∼∼

কবি পরিচিতি –

আমি ইন্দিরা দত্ত। গৃহবধূ, ও গৃহ শিক্ষিকা। নাচ গান কবিতা আবৃত্তি..আমি ভীষণ ভালোবাসি। বাগান করা আমার নেশা। আমি লিখতে ও পড়তে খুব ভালোবাসি। আমার পিতা ঈশ্বর শ্যাম সুন্দর বিশ্বাস, মাতা শ্রীমতি বীণাপানি বিশ্বাস। স্বামী শ্রী উৎপল দত্ত।

 

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*