বিবর্তন

-বিকাশ চন্দ্র মণ্ডল

≠≠≠≠≠≠≠≠≠≠≠≠≠≠

সমবেদনা,সহানুভূতি, কৃতজ্ঞতা

সুন্দর শব্দ গুলো দ্রুত হারিয়ে যাচ্ছে

সমাজ সংসারের অভিধান থেকে।

অপভ্রংশে এসেছে কত নিত্য নতুন শব্দবন্ধ

হুটাপাটা, চট্ পট্, ঝট্ সে আরো কত কি ?

দুর্ঘটনায় কেড়ে নিচ্ছে সহস্র তাজা প্রাণ

সেদিকে কারো হুঁশ আছে কি ?

প্রাতঃভ্রমনে বেরিয়ে রাস্তায় আহত

এখন তার ঐ নিথর মানব দেহটা

অনেক সময় ধরে রাজ পথেই শায়িত ।

সেদিন দুর্ঘটনাগ্রস্ত অসহায় মানুষটিকে

কেউ দেখেও যেন, দেখতে চায় নি তাকে।

সেলফি তোলার সময় অনেকেই পায়

তারা পড়তে চায়না তো কেউ স্পটে নাকি ?

থানা পুলিশের অহেতুক ঝুটঝামেলায়।

দ্রুততার সহিত সাহায্যের হাত বাড়িয়ে দিলে

হয়তো বেঁচে ফিরতেও পারতো ঘরে !

না, জীবিত নয়, কালো পলিথিনে মুড়ে

শত কাটা ছেঁড়ার পরে,

হাসপাতালের লাশকাটা ঘর ঘুরে ঘুরে

আজ লাশ এসেছে নীরবে আপনার ঘরে।

≠≠≠≠≠≠≠≠≠≠≠≠≠≠

কবি পরিচিতি- 

নব প্রজন্মের কবি শ্রী বিকাশ চন্দ্র মণ্ডল ( পিতা শ্রী যুত্ বাদল মণ্ডল ও মাতা শ্রীমতী শীতলা দেবী ) মহাশয়ের জন্ম পুরুলিয়া জেলার রঘুনাথপুর থানার অন্তর্গত গদীবেড়ো নৈসর্গিক গ্রামে। গ্রামের পটভূমিতে রচিত হয়েছে প্রকৃতি প্রেমী বিভূতি ভূষন বন্দ্যোপাধ্যায় মহাশয়ের অতি প্রাকৃত গল্প ‘ রঙ্কিনী দেবীর খড়গ ‘। কবি পেশায় শিক্ষক ও নেশায় বাগান প্রেমী । তিনি পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের অন্তর্গত পরমানন্দপুর রমানাথ বিদ্যাপীঠ এর সহকারী শিক্ষক পদে নিযুক্ত আছেন। শ্রী শ্রী রামচন্দ্র আর্দশ বিদ্যালয়, গদীবেড়ো থেকে পড়াশোনার সাথে সাথে বিদ্যালয় পত্রিকা ‘ ধ্রুব তারা ‘ য় প্রথম ছাপার অক্ষরে লেখা প্রকাশিত হয়। প্রথম কাব্য গ্রন্থ অনুভব , অনুরণন ও অপরাহ্নের প্রেয়সী ( পঞ্চবান শৈলীতে ) , অনুরাগ ( হাইকু শৈলীতে ) , অনুভূতি ( বত্রিশা অণু গদ্য কবিতা শৈলীতে ) , অনুভা ( অনুভাষ শৈলীতে ) কাব্য সংকলন প্রকাশিত হয়েছে । একাধিক সাহিত্য পত্রিকার যৌথ, শারদীয়া ও বই মেলা সংখ্যায় লেখা প্রকাশিত হয়ে আসছে। এযাবৎ পুরুলিয়া জেলা থেকে প্রকাশিত সরাক বার্তা, সংহতি,মানভূম মহালয়া সংখ্যা -১৪২৯, এবং অন্তর্দহন,শঙ্খ চিলের ভাষা ও শিল্প জগৎ শারদীয়া ই – পত্রিকায় লেখা প্রকাশিত হয়েছে। কবিতার পাতা ডট কলমের পাতায় একাধিক কবিতা রয়েছে। সকল প্রিয় পাঠক আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা নেবেন ।

 

 

 

3 thoughts on “বিবর্তন -বিকাশ চন্দ্র মণ্ডল

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*