স্বপ্ন জেগে রয়
-শ্যামল কুমার মিশ্র
∞∞∞∞∞∞∞∞∞∞
রূপনারানের কূলে আমি জেগে থাকি
সফেদ জ্যোৎস্নায় তট ভরে যায়
চন্দ্রমা এসে খেলা করে ঊর্মি মাঝে
আমি দুচোখ ভরে তোমায় দেখতে থাকি…
দুধ সাদা পোশাকে তুমি আমার স্বপ্নে দেখা রাজকন্যা
আমার দিকে মৃদু হেসে বললে–
চলো জল ছুঁয়ে আসি
বাড়িয়ে দিলে হাত…
হাত ধরে নিয়ে চললে আমায় ওই জলের পানে
যেখানে লুকিয়ে আছে আমার মুক্তি
যে মুক্তি একদিন ঘটেছিল সগর সন্তানদের…
কুলকুল রবে বয়ে যায় স্রোতস্বিনী
একমুঠো জল ছিটিয়ে দিলে আমার গায়ে
দেখলাম রাজকন্যার পাশে দাঁড়িয়ে আছে এক রাজপুত্তুর
আমি দেখতে থাকলাম নিজেকে
প্রশ্ন করলুম– আমি কোথায়?
ও বলল– হীরক রাজার দেশে।
আমি অবাক চোখে তাকিয়ে বললুম– হীরকের দেশে?
হ্যাঁ ঐ দেখো, উদয়ন পণ্ডিতেরে
একা নির্নিমেষে হেঁটে চলেছে বালুতীরে
পাঠশালা বন্ধ..ধুলোবালি মাঝে বিরস বদনে ঘুরছে ছেলের দল
ওই দেখো ছোট্ট সাবিনাকে
স্কুলের দেওয়ালে লিখছে– আমি ভালো নেই মা
চোখ দুটো জলে ভরে ওঠে
রাজকন্যা বলে–তুমি কাঁদছ কেন?
বোকা হাঁদা গঙ্গারাম…
চলতে চলতে হঠাৎ থমকে যায় রাজকন্যা
আমি প্রশ্ন করি–থমকে কেন?
ওই চেয়ে দেখো—হাজারো কৃষক রাজার পথ রোধ করে
রাজার পথ রোধ করে?
হ্যাঁ,দম্ভী রাজা প্রজার কথা শোনে না
কিন্তু রাজা যদি ক্রুদ্ধ হন? পীড়ন করেন?
করেন তো, কৃষক মারা যায়।
মৃত্যুর আগে রাজার কাছে ওরা বলে যেতে চায়—
আমরা বাঁচতে চাই রাজা
আমাদের বাঁচতে দাও…
আমি চিৎকার করে উঠি
আমি রাজপুত্তুর হতে চাইনা
আমায় মুক্তি দাও…
ঘুম ভেঙে যায়
বাতায়ন পাশে চাঁদ জেগে রয়
আমি খুঁজে চলি আমার স্বপ্নে দেখা রাজকন্যারে
রূপনারানের কূলে মরা জ্যোৎস্নায়…
∞∞∞∞∞∞∞∞∞∞
কবি পরিচিতি:
সাহিত্যকে ভালোবেসে কিছু লেখার চেষ্টা। কখনো তার প্রকাশ কবিতা, অণুগল্প কিংবা প্রবন্ধে। পূর্ব মেদিনীপুরের এক প্রত্যন্ত প্রান্তে আমার জন্ম। গ্রামবাংলার মেঠোপথে কেটেছে শৈশব। তারপর নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন। লেখার অভ্যাস সেই ছোট বেলা থেকে। রামকৃষ্ণ মিশনে তা এক ভিন্ন মাত্রা পায়। কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রাণরসায়নে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন। বিদ্যাসাগর রিসার্চ সেন্টার আয়োজিত বিদ্যাসাগর প্রবন্ধ প্রতিযোগিতায় দুবার শ্রদ্ধেয় সন্তোষ কুমার অধিকারীর হাত থেকে পুরস্কার গ্রহণের সৌভাগ্য হয়েছে। শিক্ষকতাকে ভালোবেসে প্রায় ৩৪ টা বছর কেটে গেছে। প্রধান শিক্ষক হিসেবে অন্যতম প্রাপ্তি “দ্রোণাচার্য্য” পুরস্কার। ভালো লাগে পড়তে, লিখতে আর মানুষের মাঝে সময় কাটাতে। আর তাই সৃষ্টি “মনীষী চর্চা কেন্দ্রের” যা মানুষের মধ্যে বিজ্ঞান ভিত্তিক মনন গড়ে তুলতে সদা সচেষ্ট। সাহিত্যের মাঝে বুক ভরে শ্বাস নেওয়াতেই আমার আনন্দ …