ভ্রুকুটি
-আবুল হাসমত আলী
⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔
‘ভ্যালেন্টাইন্স ডে’ শুধু একটা দিন আসে,
ঘটা করে প্রেম দিতে সব ব্যস্ত থাকে।
কার্ড কিংবা উপহার কিনতে ব্যস্ত তারা,
আনন্দে ভরপুর হয়ে করে ঘোরা ফেরা।
কলেজ ক্যাম্পাসে তারা মুখোমুখি বসে,
খোলা ময়দানে তাদের বসতে দেখি পাশে।
কত খাওয়া দাওয়া হয় প্রেম জাগে মনে,
অনেকে তাদের এটা রাখে যে গোপনে।
কাদের চোখ রাঙানি তাদের শাসায়,
তাই তো পৃথিবী থেকে প্রেম সরে যায়।
প্রকৃতি শূন্যস্থান তো চায়না একদম,
তাই হিংসার আগুন জলে যে বিষম।
ক্রমসহ হিংসা ছড়িয়ে পড়ে সব দেশে,
তার ফলে দেখা যায় যুদ্ধ বাধে শেষে।
তখন কেবল কাজ পরস্পরকে মারা,
প্রেমের বন্ধন হয় ছিন্ন হিংসা দ্বারা।
প্রেমিক-প্রেমিকারা সেথা কষ্ট পায় বৃথা,
কারণ যোদ্ধা বাজরা এ পৃথিবীর মাথা।
চাঁদ পূর্ণিমাতে আসে শুভ্র শোভা দিতে,
অমাবস্যা আসতে দেখে সরে সেথা হতে,
কিন্তু অমাবস্যা নয় দীর্ঘস্থায়ী হেতা,
সাধারণভাবে বিদায় নেবে, নয় মিথ্যা।
পৃথিবী ও চাঁদ তাই প্রতীক্ষারত রয়েছে,
জেমসের টেলিস্কোপ তো সেই ছবি তুলছে।
⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔
কবি পরিচিতি:
আমি, আবুল হাসমত আলী, পিতা- সেখ আতর আলী, মাতা- ইন্নান্নেসা বিবি, ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান জেলায় বাস করি। আমার গ্রামের নাম ‘এরুয়ার’ যেটা ভাতার থানার অন্তর্গত। আমি ১৯৭৪ সালের ৩রা ফেব্রুয়ারি জন্মগ্রহণ করি। আমি প্রকৃতি ভালোবাসি, ভালোবাসি পৃথিবীর মানুষকে ও জীবজগতকে। আমার কাছে ধর্ম মানে মানবিকতা। তাই মানুষের মর্যাদা হানি আমাকে সর্বদা পীড়া দেয়। পৃথিবীর সকল মানুষের সুষ্ঠ শান্তিপূর্ণ জীবনের আমি প্রত্যাশী।