ঋতুরাজের আগমনে
-ইন্দিরা দত্ত
≈≈≈≈≈≈≈≈≈≈≈≈
পলাশ শিমুল কৃষ্ণচূড়ায় লেগেছে আজ ফাগের আগুন,
আম্রমুকুল গন্ধে আকুল শীতের শেষে এলো ফাগুন।
আনলো ফাগুন প্রেমের আগুন রঙ ঢেলেছে ফুলে ফুলে,
আবির মাখা বাসন্তিকায় মনটা আমার ওঠে দুলে।
জীর্ণ পাতা ঝরে গেছে কিশলয়ে নতুন পাতা,
গাইছে পাখি গাছের ডালে প্রকৃতি আজ হলো দাতা।
কোয়েল দোয়েল গাইছে সুরে ছুটছে অলি কুসুমবাগে,
অপরূপা বসন্তের রূপ দেখে মনে প্রীতি
জাগে।
বসন্ত আজ ভীষণ রঙিন ফুল ফুটেছে ডালে ডালে,
পলাশ শিমুল রঙ পেয়েছে যেন রক্তিম লালে লালে।
গাছের শাখে কোকিলেরা ডাকছে তারা কুহুতানে,
বাহার রাগে মেতেছে মন সঙ্গীত মুখর রাগপ্রধানে।
প্রজাপতি উড়ে বেড়ায় মধুর লোভে ফুলের বনে,
চারিদিকে ফুল ফুটেছে ঠিক যেন ওই বৃন্দাবনে।
দখিনা বায় মাতাল হয়ে সুবাস ছড়ায় আপন মনে,
মৌ মৌ গন্ধে আকুল হয়ে থাকবে সবাই একাসনে।
আমের বনে বোলের ঘ্রাণে আজি সবার হৃদয় মাতে,
কোকিলের সুর ভেসে আসে ঊষাকালে ওই যে প্রাতে।
ভৈরব রাগে উষ্ণ’ শীতে প্রেমিক মনের দিচ্ছে সাড়া,
প্রেমিক যুবক-যুবতি তায় আবেগ নিয়ে ঘুরছে পাড়া।
গোলাপের সুখ চায় যে বুকে দোলা লাগে যৌবন বাঁকে,
পিউ কাঁহা জঙ্গলেতে ‘চোখ গেলো’সে বলে ডাকে।
ঋতুরাজের আগমনে বইছে দেখি দখিনা বায়,
এই ফাগুনে প্রেম আগুনে কোন সুদূরে মন যেতে চায়।
≈≈≈≈≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিতি-
আমি ইন্দিরা দত্ত। পিতার নাম- ঈশ্বর শ্যাম সুন্দর বিশ্বাস, মায়ের নাম- বীণাপানি বিশ্বাস, স্বামীর নাম- উৎপল দত্ত আমি সাধারণ গৃহ শিক্ষক। বিজ্ঞান আমার বিষয়। কিন্তু সাহিত্যের প্রতি আমার বিশাল অনুরাগ। তাই কিছু লিখতে ও পড়তে আমার ভীষণ ভালো লাগে। তা কবিতা,ছোট গল্প উপন্যাস যাই হোক না কেন। এছাড়া বাগান করা, নাচ গান আবৃত্তি করা আমার নেশা।