চাষি
-আশীষ খীসা
≅≅≅≅≅≅≅≅≅≅
চাষি মোরা ফলাই কতো
নানান রকম সবজি,
সারা দিন পরিশ্রম করে
দৃঢ় করি কব্জি।
মাথার ঘাম পায়েতে ফেলে
ফলাই কতো কিছু,
তবুও নেই সমাজে মূল্য
থাকি মাথা নীচু।
জীবন চলে কাজে কাজে
দেখা মেলেনা সুখ,
জীবন যাচ্ছে দু:খে দু:খে
পেরিয়ে যাচ্ছে যুগ।
ভারবাহী বোঝা নিয়ে যাই
বাজারে ও হাটে,
অন্তত:কিছু খেয়ে-দেয়ে
মানুষ বাঁচে যাতে।
সার,বীজ ও কীটনাশক এখন
সবকিছু বেশি দাম,
যতই ফলাই ফসল মোরা
নেই একটুও নাম।
বাজারে যখন নিই শাক-সবজি
নেই যে তেমন মূল্য,
কষ্ট করে যে করি চাষ
হইনা কারোর তুল্য।
মোদের ফসল ও শাক-সবজি
খেয়ে মানুষ বাঁচে,
চলে তারা দেমাক নিয়ে
চলে আজব ধাঁচে।
≅≅≅≅≅≅≅≅≅≅
সংক্ষিপ্ত কবি পরিচিতি :
কবি আশীষ খীসা , পিতা – বিনয় কান্তি খীসা, মাতা – গোপা দেবী খীসা,জন্ম- রাঙ্গামাটি সদর। গ্রাম-তুলাবান,ডাকঘর-মারিশ্যা, উপজেলা-বাঘাইছড়ি,জেলা-রাঙ্গামাটি।তিনি পেশায় একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তার বর্তমান কর্মস্থল – আলীকদম উপজেলা, জেলা বান্দরবান। তার যৌথ কাব্যগ্রন্থ ১৬টি। তিনি একাধারে কবি,সাহিত্যিক, গীতিকার ও শিল্পী। তিনি বিভিন্ন সাহিত্য সংগঠনের সহিত জড়িত আছেন। তিনি তার সাহিত্যকর্মের জন্য এ যাবত অসংখ্য সম্মাননা অর্জন করেছেন।