বিনিদ্র রজনী

-ইন্দিরা দত্ত

⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔

আশায় আশায় বাঁধি খেলাঘর বেদনার বালু’চরে,

বালুকাবেলায় বাসর সাজাই বিধি হায় খেলা করে।

বিনিদ্র রাতে মনে পড়ে সব স্মৃতিতে রয়েছো বেঁচে,

ভোর হয়ে গেলে আঁখি ভরা জলে চেয়ে চেয়ে দেখি যেচে।

থমকে দাঁড়িয়ে জীবনের তরী কোথা গেলে প্রিয় মোর,

এখনো যে আমি আশায় আশায় কেমনে কাটিবে ঘোর!

স্মৃতিপটে আমি হেরি তব রূপ পেতে চাই আর বার,

তোমাকেই আমি স্বামী রূপে চাই মনে শুধু হাহাকার!

দখিনা বাতাসে শুনি নিজ কানে তব ক্রন্দন গীতি,

পার হয়ে গেল কত যুগ হায় রয়ে গেছে তব স্মৃতি।

বসে বসে একা খুঁজে ফিরি হায় বেদনার বালু’চরে

কেউ তো বোঝে না হারাবার ব্যথা বোঝাবো বল কি করে?

কেঁদে কেঁদে মোর ভেসে যায় বুক রয়েছে প্রেমের ঋণ

সকল স্বপ্ন শেষ হলো মোর হৃদয়ে দুখের বীণ।

যদি দেখা মেলে পরপারে গিয়ে শুধাবো তোমাকে আমি,

আমাকে এখানে ফেলে রেখে গেলে কি দোষেতে দোষী ‘স্বামী’?

বিনিদ্র কত রজনী কেটেছে জ্যোৎস্না ভাসা রাতে,

প্রতিটি প্রহর গুনে গুনে ফিরি ভোর হয়ে যায় প্রাতে।

তোমা ছাড়া আমি ভালো নেই সখা গুমরে গুমরে মরি,

স্মৃতির বেদনা সহিতে পারি না তোমাকেই আমি স্মরি।

⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔

কবি পরিচিতি –

আমি ইন্দিরা দত্ত। লেখা আমার নেশা। আমি গল্প কবিতা উপন্যাস পড়তে ও লিখতে ভালবাসি। এছাড়া বাগান করা আবৃত্তি নাচ গান করা আমার ভালো লাগে। পিতার নাম – ঈশ্বর শ্যাম সুন্দর বিশ্বাস। মাতার নাম – বীণাপানি বিশ্বাস ,স্বামীর নাম- উৎপল দত্ত।

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*