ফুসলে নেওয়া
-আবুল হাসমত আলী
∞∞∞∞∞∞∞∞∞∞∞
কে যে কাকে ফুসলে নেবে কেউ কি বলতে পারে?
কখন কে কার মনটি পাবে কেউ জানবে কী করে?
ফুসলে নেওয়া অনেক রকম আছে এই সংসারে,
প্রতিশ্রুতি মিথ্যা দিয়ে কাউকে আনে ঘরে।
এমনি করে ফুসলে নিল মোদের শৈশব জীবন,
জেলখানাতে বন্দী হয়ে ভাঙলো যে মোদের মন।
শিক্ষা নামে জলাঞ্জলি শুধু ভোট রাজনীতি,
শিক্ষা হয় না তাই দেখতে পাই সেথা খুব দুর্নীতি।
যৌবনকালটা ফুসলে নিল ঝান্ডাধারী লোকরা,
প্রতিশ্রুতির বন্যা বয়ে স্বার্থ লুটলো তারা।
আরো একদল ফুসলে নিচ্ছে মোদের সতেজ বাতাস,
টাকার পাহাড় গড়তে গিয়ে ধোঁয়ায় ঢাকছে আকাশ।
ফুসলে নিচ্ছে ভন্ড বাবা ধর্মের দোহায় দিয়ে,
দু’টাকার এক কবচ বিক্রি করে দশ হাজারে।
কোম্পানিরা ফুঁসলে নিচ্ছে শিক্ষিতদের মেধা,
সস্তা দরে বিক্রি হচ্ছে তাদের বুদ্ধিমত্তা।
বিদেশ মোদের ফুসলে নিচ্ছে বিভিন্ন কৌশলে,
পণ্য বেচে ধ্বংস আনে এদেশীয় শিল্পে।
যুবকদের তেজ ফুসলে নিচ্ছে মাদকদ্রব্য গুলি,
শক্তি ক্ষয়ে উন্মাদ হয়ে দিচ্ছে গালাগালি।
দেশে দেশে উন্মাদনা এটম বোমা নিয়ে,
মোদের শান্তি ফুসলে নিলো যুদ্ধ যারা করে।
∞∞∞∞∞∞∞∞∞∞∞
কবি পরিচিতি:
আমি, আবুল হাসমত আলী, পিতা- সেখ আতর আলী, মাতা- ইন্নান্নেসা বিবি, ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান জেলায় বাস করি। আমার গ্রামের নাম ‘এরুয়ার’ যেটা ভাতার থানার অন্তর্গত। আমি ১৯৭৪ সালের ৩রা ফেব্রুয়ারি জন্মগ্রহণ করি। আমি প্রকৃতি ভালোবাসি, ভালোবাসি পৃথিবীর মানুষকে ও জীবজগতকে। আমার কাছে ধর্ম মানে মানবিকতা। তাই মানুষের মর্যাদা হানি আমাকে সর্বদা পীড়া দেয়। পৃথিবীর সকল মানুষের সুষ্ঠ শান্তিপূর্ণ জীবনের আমি প্রত্যাশী।