কলম

-সঞ্জয় টুডু

∞∞∞∞∞∞∞∞∞∞

তিন অক্ষরের নাম হলেও নানা হস্তে নানান কাজ,

প্রতিনিয়ত, অনবরত মিলিয়ে চলে অগনিত ভাঁজ।

সর্বস্তরে, ভিন্নরূপে তার প্রয়োগ,

জটিল কিংবা সরল যেথা যেমন নীতি- আয়োগ।

নিত্যপ্রয়োজনে এক কলমেই বিবিধ প্রাপ্তি,

বিনাশ-কালে স্বল্প খোঁচায় করে বড্ড ক্ষতি।

সৃজনশীল চিন্তা ভাবনা, কল্পনায় আঁকে,

অপূর্ব সৌন্দর্য প্রকাশিত হয় জনসম্মুখে।

মানুষ সাধারণ থেকে অসাধারণ হয় কলমের জোরে,

সুপ্ত প্রতিভা ও গুণ বিকশিত তার ব্যবহারে।

উপলদ্ধির বাস্তবরূপ যে খাঁটি,

লেখনীর কলমেই সেরা মাপকাঠি।

সেজে ওঠে, ছন্দ অলংকারের আপন ধারায়,

মনের ভাব প্রস্ফুটিত, কাগজ ও কলমের সাড়ায়।

প্রবাহমান জীবন যাত্রায় জুড়ে থাকে স্মৃতি,

নীরবে বহে চলে মোদের গড়া কৃতি।

মূখের যুবানে আর নেই কোনো প্রাণ,

লেখ্য রূপই জীবনের আসল প্রমাণ।

কলম চলছে সত্যের পথে, চলছে আনমনে,

সাহিত্যের সাথে, সৃষ্টির অনুসন্ধানে।।

∞∞∞∞∞∞∞∞∞∞

কবি পরিচিতি ঃ

উত্তর দিনাজপুর জেলার করণদিঘী ব্লকের অন্তর্গত নাকোল গ্ৰামে জন্ম। বর্তমানে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক হিসেবে কর্মরত। বিভিন্ন সমাজসেবামূলক সংস্থার সঙ্গে যুক্ত ও বিভিন্ন বিষয়ে লেখা লেখি করেন। ‘সৃষ্টির খোঁজে’ ম্যাগাজিনে প্রকাশিত প্রথম কবিতার নাম ‘নীরব বৃক্ষ’।

 

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*